৩ মিনিটেই টগবগ করে ফুটবে জল, গিজারের অর্ধেক দামে মিলছে ওয়াটার হিটার বালতি

Published on:

electric instant water heater bucket to get hot water in winter

পার্থ সারথি মান্না, কলকাতাঃ এবছর শীত দেরিতে এলেও, একবারে জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। দিনের শেষে যেমনটি তাপমাত্রা কমছে তিনি রাতে শিশিরও পড়ছে বেশ। এমতাবস্থায় সকালে ঘুম থেকে উঠে স্নান করতে যেতে ভয়ে কাবু অনেকেই। শীতের সময় স্নানে যাওয়ার আগে গরম জল মাস্ট। তাই বাড়িতে গিজার (Geyser) লাগাচ্ছেন লোকে। কিন্তু গিজারের দাম কমপক্ষে ৪-৫ হাজার টাকা। তবে চিন্তা নেই আজকের প্রতিবেদনে রইল একেবারে সস্তায় ঝটপট গরম জল পাওয়ার যন্ত্রের খোঁজ।

গিজার অতীত, বাজার কাঁপাচ্ছে নতুন জল হিটার বালতি । Instant Water Heater Bucket

WhatsApp Community Join Now

আপনার যদি গিজার কেনার মত হাই বাজেট না থাকে তাহলে চিন্তা নেই। বর্তমানে গিজারের তুলনায় অর্ধেকেরও কম দামে পাওয়া যাচ্ছে জল গরম করার বালতি যেটা ঠিক গিজারের মতই ঝটপট জল গরম করে দিতে পারবে। স্নান হোক বা অন্য কোনো কাজে ব্যবহারের জন্য একেবারে পারফেক্ট এই বালতি যে কেউ ব্যবহার করতে পারবেন অনায়াসে।

ইলেকট্রিক বালতির সুবিধা

  • আসলে এই বালতিটি গিজারের মত ইলেক্ট্রিকের মাধ্যমেই জল গরম করতে সক্ষম। একবারে ২০ লিটার পর্যন্ত জল গরম করে নিতে পারবেন।
  • গিজার কেনার পরেও সেটা ফিটিংস করা যেমন সময় সাপেক্ষ তেমনি খরচ সাপেক্ষ। তবে এক্ষেত্রে সেসবের কোনো ঝামেলা নেই। কারণ বালতিতে জল দিয়ে সুইচ দিলেই গরম হওয়া শুরু।
  • ইলেকট্রিক বালতি হওয়ার কারণে অনেক সময় শট সার্কিটের সম্ভাবনা থাকে, তবে এক্ষেত্রে কোনো চিন্তা নেই! কারণ কোম্পানির তরফ থেকেই সেফটি ফিচার হিসাবে অটো কাট ও শট সার্কিট প্রটেকশন এর মত ফিচার্স দেওয়া থাকছে।
  • খুবই কম কারেন্ট খরচ করে মাত্র ৩-৫ মিনিটের মধ্যে জল গরম করে নিতে পারবেন। জানা যাচ্ছে একঘন্টা এই বালতি ব্যবহার করলে মাত্র ২ ইউনিট কারেন্ট পুড়বে।

ইলেকট্রিক বালতির দাম

এখন নিশ্চই ভাবছেন কতটাকা দাম পড়বে এই ইলেকট্রিক বালতির। তাহলে বলে রাখি অনলাইনে মাত্র ২০০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকায় এই বালতি কিনে নিতে পারবেন। উদাহরণ স্বরূপ Flipkart এ Abirami কোম্পানির 20L Instant Water Heater Bucket এর দাম বর্তমানে মাত্র ২৫৯৯ টাকা। তাই চাইলে আপনিও সার্চ করে নিজের পছন্দমত বালতি ঘরে নিয়ে আসতেই পারেন।

সঙ্গে থাকুন ➥
X