স্টারলিংকের পরিষেবা শুরুর আগেই ভারতীয়দের বড় উপহার দিলেন মাস্ক! দাম কমল সাবস্ক্রিপশনের

Published:

Elon Musk cuts X subscription price by upto 47 percent
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ধন কুবের ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহকারী সংস্থা স্টারলিংক ভারতে পাকাপাকিভাবে ব্যবসা শুরু করতে চলেছে। সেই মর্মেই মাস্ক সংস্থাকে লাইসেন্স দিয়েছে ভারত সরকার। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই দেশে চালু হয়ে যাবে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা।

এমতাবস্থায়, এল বড় সুখবর। শোনা যাচ্ছে, স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা শুরু হওয়ার আগেই ব্যবহারকারী বিশেষত ভারতীয়দের জন্য একটি বিশেষ উপহার ঘোষণা করলেন টেসলা কর্তা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইলন মাস্ক তার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন মূল্য 47 শতাংশ কমিয়েছেন। অর্থাৎ এবার থেকে জলের দামে পাওয়া যাবে X এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন।

প্রথমবারের মতো X সাবস্ক্রিপশনের দাম কমল!

হিসেব বলছে, 2023 সালে টুইটার ব্লু নামে ভারতে যাত্রা শুরুর পর প্রথমবারের জন্য X এর বেসিক, প্রিমিয়াম এবং প্রিমিয়াম + প্ল্যানের দাম কমল। যদিও গত বছর এই সংস্থা তাদের X প্রিমিয়াম+ সাবস্ক্রিপশনের মূল্য দুবার বাড়িয়েছিল। তবে এ কথা ঠিক যে, ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি xAI তাদের AI মডেল Grok 4 এর পরবর্তী প্রধান সংস্করণ প্রকাশ করার একদিনের মধ্যেই প্রিমিয়াম প্ল্যানের দাম কমালো।

X প্রিমিয়াম সাবস্ক্রিপশনের নতুন দাম

সদ্য প্রকাশিত বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, X প্রিমিয়ামের বেসিক প্ল্যানটি এখন থেকে ভারতে মাসিক 170 টাকা বা প্রতি বছরে 1700 টাকার বিনিময়ে পাওয়া যাবে। যেখানে আগে এই প্ল্যানের মূল্য ছিল মাসিক 244 টাকা বা বছরে 2591 টাকা। কাজেই বলা যায় প্রিমিয়াম প্ল্যানের আগের দামের তুলনায় বর্তমান মূল্য অনেকটাই কম। এ তো গেল বেসিক প্ল্যানের কথা।

এবার আসা যাক, প্রিমিয়াম প্ল্যান প্রসঙ্গে। সেই সূত্রে বলি, X-এর প্রিমিয়াম প্ল্যানটি বর্তমানে প্রতিমাসে 427 টাকা অথবা বাৎসরিক 4,272 টাকার বিনিময়ে কেনা যাবে। আগে যেখানে এর বাৎসরিক প্ল্যানের দাম ছিল 6,800 টাকা। একই সাথে X প্রিমিয়াম+ প্ল্যানের আগের মূল্য ছিল যেখানে বাৎসরিক 34,340 টাকা বর্তমানে তা কমিয়ে প্রতি বছরে 26,400 টাকা করা হয়েছে। তবে মান্থলি X প্রিমিয়াম+ কিনতে চাইলে সেক্ষেত্রে খরচ পড়বে 2,570 টাকা।

অবশ্যই পড়ুন: রোহিত শর্মাকে ODI-র অধিনায়কত্ব থেকে সরাতে পারে BCCI, দ্বিতীয় পছন্দ শুভমন?

প্রসঙ্গত, X এর বেসিক এবং প্রিমিয়াম প্ল্যানগুলির দাম কমানো হলেও স্মার্টফোনের ক্ষেত্রে অর্থাৎ মোবাইল অ্যাপগুলিতে এই সমস্ত প্ল্যানের দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি। কারণ, সংস্থাটি Google এবং Apple ইন অ্যাপ কমিশনের খরচ গ্রাহকদের পকেট থেকেই তুলতে চাইছে। বলা বাহুল্য, স্মার্টফোনে X প্রিমিয়াম প্ল্যানের দাম বর্তমানে প্রতিমাসে 470 টাকা, আগে এই প্ল্যানেরই দাম ছিল 900 টাকা। অর্থাৎ এক ধাক্কায় সব ক্ষেত্রেই 47 শতাংশ পর্যন্ত X সাবস্ক্রিপশনের খরচ কমেছে। বলে রাখি, স্মার্টফোনের অ্যাপগুলোতে প্রিমিয়াম + সাবস্ক্রিপশনের ক্ষেত্রেও চিত্রটা একই।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join