আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা

Published on:

satellite calling

শ্বেতা মিত্র, কলকাতাঃ বিগত বেশ কিছু সময় ধরে সে ভারত হোক কিংবা বিদেশে একটি জিনিস নিয়ে চর্চার শেষ নেই। আর সেটা হল ইলন মাস্কের (Elon Musk) স্টারলিংক। এমনিতে যত সময় এগোচ্ছে ততই প্রযুক্তি আরও উন্নত হয়ে উঠছে। এদিকে যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে বিশ্বের অন্যতম ধনী মানুষ ইলন মাস্কও একের পর এক চমক দিয়ে চলেছেন। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। আসলে ইলন মাস্কের স্টারলিংক সম্প্রতি এমন কিছু করেছে যা দেখে মনে হচ্ছে মোবাইল টাওয়ারগুলি এখন ‘অদৃশ্য’ হতে চলেছে।

বড় চমক ইলন মাস্কের

আসলে ২০২৪ সাল শেষ হওয়ার আগে বড় চমক দিয়েছে ইলন মাস্কের কোম্পানি। ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট প্রযুক্তি চালু করার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। গতানুগতিক মোবাইল টাওয়ারকে পাশ কাটিয়ে স্মার্টফোনকে সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত করতে পারা যায় তেমন একটি অত্যাধুনিক প্রযুক্তি আনার কাজ করতে চলেছেন মাস্ক। এই উদ্যোগের লক্ষ্য সেই অঞ্চলগুলিতেও সংযোগ আনা যেখানে নিয়মিত নেটওয়ার্ক কভারেজ নেই।

ফাইবার ইন্টারনেটের চেয়ে দ্রুতগতির স্যাটেলাইট নেটওয়ার্ক?

স্টারলিংক দ্রুত তার স্যাটেলাইট নেটওয়ার্ককে আরও শক্তিশালী করছে। এক রিপোর্ট অনুসারে, ব্যবহারকারীরা বর্তমানে স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে 250-350Mbps পর্যন্ত গতি পাচ্ছেন, যা অনেক ফাইবার ইন্টারনেটের চেয়ে দ্রুত। উদাহরণস্বরূপ, দক্ষিণ অস্ট্রেলিয়ায় ফাইবার নেটওয়ার্কের গতি 50-60Mbps। শুধু তাই নয়, স্টারলিংক নিশ্চিত করেছে যে এটি অনেক বড় টেলিকম সংস্থার সঙ্গে তাঁরা অংশীদারিত্ব করছে। এই ঘোষণার কথা জানিয়েছেন ইলন মাস্কও।

Direct-to-Cell প্রযুক্তি কী?

এখন নিশ্চয়ই ভাবছেন যে এই Direct-to-Cell প্রযুক্তিটি ঠিক কী? আসলে এটি এমন একটি প্রযুক্তিটি যা নিয়মিত সেল টাওয়ার ছাড়াই উপগ্রহ এবং স্মার্টফোনের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করতে পারে। এই প্রযুক্তির সাহায্যে আপনি গ্রামীণ এবং পাহাড়ি এলাকায়ও দুর্দান্ত নেটওয়ার্ক পাবেন। ২০২৫ সালের মধ্যে টেক্সটিং, কলিং এবং ডেটা পরিষেবার জন্য এটি উন্নত করার পরিকল্পনা চলছে। স্পেসএক্সের এই ব্যবস্থা মোবাইল নেটওয়ার্ক ও স্যাটেলাইট প্রযুক্তির মধ্যে সংযোগ স্থাপন করে, যাতে ব্যবহারকারীদের বিশেষ কোনো হার্ডওয়্যার বা অ্যাপের প্রয়োজন না হয়। এটি আগামী দিনে গেম-চেঞ্জার হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥