পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে দেশের টেলিকম অপারেটর কোম্পানির মধ্যে অন্যতম দুটি হল Jio ও Airtel। দুজনেই মোবাইল নেটওয়ার্ক ছাড়াও ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করে। তবে এবার জানা যাচ্ছে, দেশের প্রত্যন্ত প্রান্তেও ইন্টারনেট পৌছে দিতে উদ্যোগী ভারত সরকার। তাই স্যাটেলাইট ইন্টারনেট চালু করা হবে খুব শীঘ্রই, তাঁর আগেই এল বড় খবর।
ভারতে চালু হবে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা
বর্তমানে মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য টাওয়ার বা তারের ব্যবহার করা হয়। এর ফলে আজও এমন বহু এলাকা রয়েছে যেখানে ইন্টারনেট পৌঁছাতে পারেনি। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক সময় তার ছিঁড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই সমস্ত সমস্যার সমাধান হল স্যাটেলাইট ইন্টারনেট, কারণ এক্ষেত্রে সোজা পৃথিবীর বাইরে থাকা স্যাটেলাইটের দ্বারা ইন্টারনেট চলে। জানা যাচ্ছে এবার এই সার্ভিস চালু করার জন্য উদ্যোগী হয়েছে ভারত সরকার।
কোন কোন কোম্পানি দেবে স্যাটেলাইট ইন্টারনেট?
অনেকেই হয়তো ভাবছেন চালু হওয়ার পর কোন কোম্পানির থেকে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। এক্ষেত্রে জানিয়ে রাখি জিও, এয়ারটেল ছাড়াও ইলন মাস্কের কোম্পানি ষ্টারলিংক ও অ্যামাজন কুইপার এই চার কোম্পানি ভারতের বিভিন্ন জায়গায় স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন দেবে।
সরকারের পদক্ষেপ
দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালু করার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। এমনিতে স্পেকট্রাম নিলামের মাধ্যমে পরিষেবা শুরু করার নিয়ম থাকলও এক্ষেত্রে টেলিকম রেগুলেটরি অথরিটি বা TRAI-কে এই সার্ভিসের জন্য নতুন কিছু নিয়ম বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। ১৫ই ডিসেম্বর TRAI সেই নিয়মের তালিকা সরকারকে দেবে। এরপরেই সরকারি কিভাবে কাজ চালু করা হবে তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত, সাধারণত স্পেকট্রাম নিলামের মাধ্যমে টেলিকম সার্ভিস বা ইন্টারনেট সার্ভিস শুরুর অনুমতি দেওয়া হলেও স্যাটেলাইট ইন্টারনেটের জন্য আলাদা করে নিলাম করা হবে না বলে জানা যাচ্ছে। সেটা হলে স্টারলিংক আরও সহজেই ভারতে নিজের ব্যবসা চালু করতে পারবে বলে মনে করা হচ্ছে। এখন অপেক্ষা সরকারের আগামী ঘোষণার।