এবার গ্রামেও রকেটের গতিতে ইন্টারনেট! খুব শীঘ্রই চালু হচ্ছে এলন মাস্কের Starlink

Published:

Starlink
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলিতে এবার স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাবে। হ্যাঁ, বহুদিনের স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। বিশ্বের ধনকুবের ইলন মাস্কের কোম্পানি Starlink এবার ভারতের মাটিতে পথ চলা শুরু করছে। চালু হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই পরিষেবা চালু হবে বলেই জানা যাচ্ছে।

মিলেছে DoT-এর ছাড়পত্র

সম্প্রতি ভারতের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন Starlink-কে ছাড়পত্র দিয়েছে। অর্থাৎ, সরকার প্রথম পর্যায়ে এই পরিষেবায় সবুজ সংকেত দিয়েছে। আর এই ছাড়পত্র এসেছে ঠিক তখনই, যখন Starlink ভারতের নিরাপত্তা সংক্রান্ত নতুন Satcom Automobile স্ট্যান্ডার্ড নিয়ম মেনে চলতে রাজি হয়েছে।

এখন শুধু প্রয়োজন একটি জিনিসের। আর তা হলো – IN-SPACe থেকে চূড়ান্ত ছাড়পত্র। সংস্থাটি ইতিমধ্যেই প্রয়োজনীয় নথি জমা দিয়েছে। অনুমোদন মিললেই ভারতে শুরু হবে Starlink-র স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা।

গ্রামাঞ্চলেও রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট

এখনকার দিনে ভারতের বহু অঞ্চলে, বিশেষ করে দুর্গম গ্রাম বা পাহাড়ি এলাকায় ইন্টারনেট সংযোগ ঠিকমতো পৌঁছোয় না। আর এই পরিষেবা মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসা পরিষেবা, কৃষি বা ব্যবসা, সব জায়গায় নতুন দরজা খুলে দিতে পারে Starlink-র এই নয়া প্রযুক্তি।

মিলছে এলন মাস্কের বড় বিনিয়োগের ইঙ্গিত

এদিকে গত মাসে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বৈঠক সেরেছেন Starlink-র সিনিয়র অফিসারদের সঙ্গে। আলোচনায় উঠে এসেছিল Starlink-র প্রযুক্তিগত সক্ষমতা, পরিষেবা দেওয়ার সামর্থ্য এবং ভারতের বাজারে ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাবনা। এরপর থেকেই গুঞ্জন শুরু হচ্ছে যে, খুব শীঘ্রই এলন মাস্ক ভারতের বাজারে বড়সড় বিনিয়োগের ঘোষণা করতে পারে।

ইতিমধ্যে ইউনিয়ন মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন যে, দেশের গ্রামীণ এলাকাগুলিতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ জোরকদমে চলছে। তিনি বলেছেন, Starlink-র মত প্রযুক্তির মাধ্যমে ভারতের ডিজিটাল উন্নতি নয়া উচ্চতায় পৌঁছোবে। বিশেষ করে Starlink ইতিমধ্যে সাফল্যের দরজায় কাড়া নেড়েছে। এবার ভারতের প্রত্যন্ত এলাকাগুলিকে তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে গ্রামাঞ্চলেও এবার তৈরি হবে নয়া, ডিজিটাল পরিকাঠামো।

আরও পড়ুনঃ বাটি হাতে ভিক্ষা করতে নামছে কাঙালের দেশ! ভারতের তাণ্ডবে কোনঠাসা অবস্থা পাকিস্তানের

মোদি-মাস্কের কথোপকথন

সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এবং এলন মাস্কের মধ্যে একটি কথোপকথন হয়েছে, যার কথা মোদি নিজেই তার এক্স-হ্যান্ডেলে লিখেছেন। তিনি জানিয়েছেন, ভারত-আমেরিকার মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা এবার আরও গভীর হতে চলেছে। সূত্রের খবর, এবছরের শেষ নাগাদ এলন মাস্ক ভারত সফরে আসতে পারেন এবং সেই সময়েই Starlink পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join