ফলোয়ার বাড়াতে ফেসবুক নিয়ে এল সেরা দুই ফিচার, উপকারে আসবে ক্রিয়েটরদের

Published:

Facebook New Features
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি যদি ফেসবুক ব্যবহার করেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। কারণ, এবার ফেসবুক দুটি ইন্টারঅ্যাকটিভ ফিচার (Facebook New Features) চালু করেছে, যা কনটেন্ট ক্রিয়েটর এবং দর্শকদের জন্য বিরাট উপকারে আসবে। আর এই নতুন দুটি ফিচারের নাম ফ্যান চ্যালেঞ্জ এবং পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ। কিন্তু কী কাজ করবে এই ফিচার? কাদের জন্যই বা উপকারে আসবে? চলুন বিস্তারিত জানাব আজকের প্রতিবেদনে।

কী এই নতুন ফিচার?

ফেসবুকের ফ্যান চ্যালেঞ্জ নামের এই ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা সরাসরি তাদের ফলোয়ারদের একটি নির্দিষ্ট বিষয়ে কনটেন্ট বানানোর চ্যালেঞ্জ দিতে পারবে। সেটা কবিতা, ছবি, ভিডিও কিংবা অন্য যেকোনও সৃজনশীল কাজ হতে পারে। এমনকি ফলোয়াররা খুব সহজেই #challenge হ্যাশট্যাগ ক্লিক করে অংশগ্রহণ করতে পারবে। সবথেকে বড় ব্যাপার, প্রতিটি চ্যালেঞ্জের জন্য এক-একটি আলাদা হোমপেজ থাকবে, যেখানে জনপ্রিয় ও সবথেকে বেশি রিয়্যাকশন পাওয়া এন্ট্রিগুলির লিডার বোর্ড দেখা যাবে। ফলে দর্শকদের জমা দেওয়া কাজও সেখানে দেখা যাবে। আর ক্রিয়েটররা সরাসরি তাদের কমিউনিটির সঙ্গে যোগাযোগ রাখতে পারবে।

ফেসবুক দাবি করছে, গত তিন মাসে এই ফিচারের মাধ্যমে ইতিমধ্যেই 15 লক্ষের বেশি এন্ট্রি জমা পড়েছে। এমনকি সেগুলিতে 1 কোটিরও বেশি রেসপন্স মিলেছে। কোম্পানি মনে করছে, এটি ব্র্যান্ড প্রচার থেকে শুরু করে ক্যাম্পেইন চালানো বা ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ বাড়ছে না EMI, লোনের উপর সুদের হার, রেপো রেট নিয়ে জানিয়ে দিল RBI

তবে শুধুমাত্র চ্যালেঞ্জ নয়, বরং এবার ফেসবুক ক্রিয়েটরদের হাতে তুলে দিচ্ছে তাদের সবথেকে সক্রিয় দর্শকদের বিশেষভাবে সম্মান জানানোর সুযোগ। ফেসবুক চালু করেছে পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ ফিচার, যার মাধ্যমে ক্রিয়েটররা তাদের ফলোয়ারদের জন্য আলাদা আলাদা করে ব্যাজ ডিজাইন করতে পারবে। যারা নিয়মিত লাইক, কমেন্ট বা শেয়ার করে, তারা এই ব্যাজ পাবে। আর নতুন ব্যাজ চালু হলে সেই ফলোয়ারদের কাছে নোটিফিকেশনও পৌঁছবে এবং তারা তা গ্রহণ করতে পারবে। প্রসঙ্গত ফেসবুক জানিয়েছে, এখনও পর্যন্ত বিশ্বজুড়ে 50 কোটির বেশি ইউজার স্ট্যান্ডার্ড বা কাস্টম ফ্যান ব্যাজ নিয়েছে। এমনকি জনপ্রিয় তারকারাও নিজেদের জন্য এই ব্যাজ চালু করেছে।

আরওMeta
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join