‘আমি এই মর্মে ঘোষণা করছি যে…’ ফেসবুকে এই পোস্ট শেয়ার না করলেই ভুগতে হবে?

Published on:

facebook meta

প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরে একাধিক সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট বেশ নজরে এসেছে। এবং সেই পোস্টের আসল বক্তব্য হল এই মেসেজটি নিজের টাইমলাইনে পোস্ট করলে নাকি ফেসবুক কোনও প্রোফাইলের ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারবে না। অন্যথায় নতুন নিয়ম অনুযায়ী ফেসবুক ব্যবহারকারীদের সব তথ্য ও ছবি ব্যবহার করবে মেটা সংস্থা। কিন্তু এই তথ্য কতটা সঠিক সেই নিয়ে শুরু হয়েছে খোঁজ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

‘আমি এই মর্মে ঘোষণা করছি যে’ ভাইরাল পোস্ট

গতকাল অর্থাৎ সোমবার যে ভাইরাল পোস্টটি সকলের মোবাইল স্ক্রিনে ঘোরাঘুরি করছিল সেই পোস্টে লেখা ছিল যে, “আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোন ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না। আগামীকাল একটি বড় দিন। এটা অফিসিয়াল। সকাল ৮:১০ মিনিটে স্বাক্ষর করা হয়েছে। এটা টিভিতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজই শেষ।” এছাড়াও সেই পোস্টে আরও লেখা ছিল যে, “এই বার্তার যেকোনো স্থানে আঙুল দিলে, “কপি” দেখা যাবে। এরপর নিজের পেজে যান, একটি নতুন পোস্ট তৈরি করুন এবং খালি স্থানে আঙুল দিন, “পেস্ট” দেখাবে – “পেস্ট” এ ক্লিক করুন। যারা কিছু করেন না, তারা সম্মতি দিচ্ছেন বলে ধরে নেওয়া হবে।”

কতটা সত্যতা আছে এই পোস্টে?

শুধু তাই নয়, এই পোস্টে একটি নোট দেওয়া হয়েছে যে, “ফেসবুক এখন একটি পাবলিক প্রতিষ্ঠান। প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতেই হবে। যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করে থাকেন, তাহলে প্রযুক্তিগতভাবে এটি ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে অনেকের কাছে অস্পষ্ট যে কীসের ভিত্তিতে এত ভাইরাল হচ্ছে এই পোস্ট? সেক্ষেত্রে মেটার টার্মস অফ সার্ভিস বলছে, তারা বিজ্ঞাপনদাতাদের কাছে ব্যবহারকারীদের অনুমতি ছাড়া কোনো তথ্য বিক্রি করে না। কোনও ব্যক্তি যখন ফেসবুকে তার অ্যাকাউন্ট খোলে তখনই সে একটি টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ অ্যাক্সেপ্ট করে। ফলে, পরবর্তীতে কোনও পোস্ট কপি পেস্ট করে খুব বেশি লাভ হবে না। অর্থাৎ সোজা কথায় এই ভাইরাল পোস্টটির সম্পূর্ণ ভুয়ো।

Facebook

আরও পড়ুন: দিল্লিতে বাঙালি নির্যাতন নিয়ে মমতার দাবি মিথ্যে! ভিডিও প্রকাশ শুভেন্দুর

যদিও এই ঘটনা যে প্রথমবার ঘটছে তা নয়, ২০২১ সালে নভেম্বরের দিকে গোটা ফেসবুক জুড়ে এমনই একটি ভাইরাল পোস্ট নজরে এসেছিল। সেই সময় সকলে হুজুগে পড়ে এই ধরণের পোস্ট করেছিল, কিন্তু আদতে তা নয়, ফেসবুকের এই প্রাইভেসি লিক হওয়া কখনোই সম্ভব নয়। মনে রাখবেন ফেসবুকের নাম, নম্বর, ছবি বা যেকোনো তথ্য ব্যবহার করার আগে ফেসবুক বা মেটা সংস্থা অবশ্যই আপনার অনুমতি নেবে। তাই কোনো তথ্য যাচাই না করে আগে ভাগে সেই গুজবে পা দেবেন না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group