মাইলেজ থেকে লুক সবেতেই সেরা! মাত্র ৫ লাখের মধ্যেই পেয়ে যাবেন এই ৪ ফোর হুইলার

Published on:

Four Wheeler Under 5 Lakh 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অল্প দামে গাড়ির স্বপ্ন পূরণ করতে চান? এমন অনেকেই রয়েছেন, যাঁরা মূলত কম টাকায় নতুন ফোর হুইলার কেনার কথা ভাবছেন। তবে, নির্ধারিত বাজেটের মধ্যে ভাল গাড়ি না পাওয়ায় পিছিয়ে আসতে হয় তাঁদের। আর সেই সব কথা চিন্তা করেই আজকের প্রতিবেদনে আকর্ষণীয় মাইলেজ যুক্ত দুর্ধর্ষ লুকের 4টি গাড়ির খোঁজ রইল। যা 10, 20 নয়, মাত্র 5 লক্ষ টাকার মধ্যেই পেয়ে যাবেন আপনি!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

5 লাখের মধ্যে আকর্ষণীয় 4 ফোর হুইলার

Maruti Suzuki Alto K10

ভারতের জনপ্রিয় ফোরহূইলার প্রস্তুতকারক সংস্থা Maruti Suzuki-র Alto K10 গাড়িটিকে দেশের বহু চালক তাদের পছন্দের তালিকায় রেখেছেন। আসলে দেশীয় সংস্থাটির জনপ্রিয় এবং সাশ্রয়ী মূল্যের গাড়িগুলির মধ্যে এই মডেলটি অন্যতম। বলে রাখি, পাওয়ারট্রেন হিসেবে গাড়িটিতে 1.0 লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। সেই সাথে দুর্দান্ত মাইলেজ সহ একাধিক ফিচার্স রয়েছে এই গাড়িতে। এবার আসি দামের প্রসঙ্গে। ভারতের বাজারে গাড়িটির এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 4.23 লক্ষ টাকা থেকে।

Maruti Suzuki S-Presso

ভারতীয় অটোমোবাইল কোম্পানি Maruti Suzuki তাদের মিনি SUV লুকের গাড়িগুলির সেগমেন্টে S-Presso মডেলটিকে রেখেছে। এই গাড়িটি মূলত তার শক্তিশালী গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও কম্প্যাক্ট সাইজের জন্য জনপ্রিয়। এই গাড়িটিও 1.0 লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে আসে। গাড়িটির দামের প্রসঙ্গে কথা বলতে গেলে, Maruti Suzuki S-Presso মিনি SUV-র এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 4.26 লক্ষ টাকা থাকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

TATA Tiago

ভারতের জনপ্রিয় ফোর হুইলার প্রস্তুতকারক সংস্থা Tata অল্প রেঞ্জের মধ্যে তাদের এই গাড়িটিকে ঢেলে সাজিয়েছে। ডিজাইন থেকে শুরু করে দুর্দান্ত মাইলেজ সহ 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে এই মডেলটিতে। যদি দামের প্রসঙ্গে কথা বলা হয় তবে, ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় গাড়িগুলির মধ্যে অন্যতম এই 2025 TATA Tiago 5 লক্ষ টাকা থেকে পাওয়া যাচ্ছে।

অবশ্যই পড়ুন: বয়স ৩.২ বিলিয়ন বছর! ঝাড়খণ্ডের সিংভূম এলাকাই নাকি পৃথিবীর প্রথম ভূমি

Renault KWID

গাড়ি কেনার আগে যদি ফোর হুইলারের স্টাইলিশ ডিজাইন ও স্পেসিফিকেশন আপনার প্রথম গুরুত্ব হয়ে থাকে তবে Renault এর KWID মডেলটি আপনার জন্য সেরা বিকল্প হতে চলেছে। অত্যাধুনিক ডিজাইন থেকে শুরু করে উন্নত সব স্পেসিফিকেশন সহ 1.0 লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে এই গাড়িটিতে। গাড়িটির দামের প্রসঙ্গে কথা বলতে হলে, মধ্যবিত্তের পকেটের কথা চিন্তা করে এই গাড়ির দাম রাখা হয়েছে 4.70 লক্ষ টাকা। ( এক্স শোরুম স্টারটিং প্রাইস)

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group