Maruti থেকে Mahindra, Volvo! সেপ্টেম্বরে লঞ্চ হচ্ছে বাজার কাঁপানো ৫ গাড়ি

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের মরসুমে দুই চাকা এবং চার চাকার গাড়ির বিক্রি হু হু করে বাড়বে। সেই কথা মাথায় রেখে নতুন নতুন গাড়ি বাজারে আনতে প্রস্তুতি নিচ্ছে অটোমোবাইল নির্মাতা সংস্থাগুলি। হ্যাঁ, চলতি সেপ্টেম্বর মাসে Maruti, Citroen, Vinfast, Mahindra ও Volvo কোম্পানিগুলির নতুন গাড়ি এবং SUV মডেল বাজারে আসছে (September Car Launch)। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন মডেল চলতি সেপ্টেম্বর মাসে লঞ্চ হচ্ছে।

Maruti Escudo

দেশের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি এবার সেপ্টেম্বর মাসে নতুন Maruti Escudo লঞ্চ করতে চলেছে। আর এটি মিড সাইজ SUV সেগমেন্টের মধ্যেই থাকবে এবং Maruti Arena ডিলারশিপ থেকে পাওয়া যাবে বলে খবর পাওয়া গিয়েছে। এই গাড়িটি আগামী ৩ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে।

Citroen Basalt X

ফরাসি গাড়ি নির্মাতা সংস্থা Citroen ভারতের বাজারে হ্যাচব্যাক থেকে শুরু করে SUV, সবরকম গাড়ি সরবরাহ করে থাকে। আর এবার তারা  Citroen Basalt X লঞ্চ করতে চলেছে। জানা যাচ্ছে, এই গাড়িটি আগামী 5 সেপ্টেম্বর লঞ্চ হবে। আর নতুন মডেলটি কিউট এবং আকর্ষণীয় ডিজাইনের সঙ্গেই আসতে চলেছে।

Vinfast VF6 এবং VF7

ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা Vinfast চলতি সেপ্টেম্বর মাসের 6 তারিখে দুটি নতুন ইলেকট্রিক SUV লঞ্চ করতে চলেছে বলে জানা গিয়েছে। এই মডেলগুলি হল VF6 এবং VF7। উভয় SUV-তেই আধুনিক ফিচার্স এবং টেকসই পারফরম্যান্স থাকতে পারে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

Mahindra Thar Facelift

মাহিন্দ্রার জনপ্রিয় 3 দরজার গাড়ি Thar-এর Facelift সংস্করণ চলতি সেপ্টেম্বর মাসে আসছে। তবে নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। Facelift মডেলটিতে আপডেটেড ডিজাইন এবং নতুন কিছু ফিচার অন্তর্ভুক্ত থাকতে পারে।

আরও পড়ুনঃ ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষের গণ্ডি পার, রুপোর দর বাড়ল ২৪০০ টাকা! আজকের রেট

Volvo EX30

স্ক্যান্ডিনেভিয়ান গাড়ি নির্মাতা সংস্থা ভলভো এবার Volvo EX30 গাড়ি লঞ্চ করতে চলেছে, যা তাদের কম দামের SUV হিসেবে বাজার দখল করে নেবে। তবে এই গাড়িটি লঞ্চের এখনও সঠিক তারিখ জানা যায়নি। শুধু আর কিছুদিন অপেক্ষা করার পালা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥