আর্জি খারিজ সুপ্রিম কোর্টে! এবার সত্যিই ব্যবসা গুটিয়ে পালাবে ভোডাফোন?

Published:

Vodafone Idea
Follow

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: শীঘ্রই দেউলিয়া হয়ে যেতে বসেছে ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। সরকার পাশে না দাঁড়ালে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল ভোডাফোন। তাতেই জোর শোরগোল পড়ে গিয়েছিল টেলিকম সেক্টরে। ভোডাফনের আশঙ্কা যা অবস্থা তা যদি চলতে থাকে তাহলে ২০২৫-২৬ অর্থবর্ষের পর দেশে তাঁদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। আর সেই সম্ভাবনায় খাটতে চলেছে এবার। পুরোপুরি বন্ধের মুখে জনপ্রিয় টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া।

সুপ্রিম কোর্টের নির্দেশে বিপাকে সংস্থা

অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউয়ের উপর চাপানো বকেয়া সুদ, জরিমানা ও জরিমানার সুদ মকুবের জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়ে দ্বারস্থ হয়েছিল তিন টেলিকম সংস্থা তথা ভোডাফোন আইডিয়া, এয়ারটেল ও টাটা টেলিসার্ভিস। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী গতকাল অর্থাৎ সোমবার ছিল সেই মামলার শুনানি। কিন্তু শুনানির ফলাফল সম্পূর্ণ বিপক্ষে চলে যাওয়ায় বিপাকে পড়েছে সংস্থা। এদিন বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চে ওঠে মামলা। কিন্তু এই তিন সংস্থার আবেদনকে ‘ভ্রান্ত’ বলে খারিজ করে দেয় আদালত। যার দরুন ব্যাপক দুশ্চিন্তার মুখে পড়ল ভোডাফোন আইডিয়া, এয়ারটেল ও টাটা টেলিসার্ভিস।

এর আগে চলতি বছর ১৭ এপ্রিল একটি চিঠিতে ভোডাফোন আইডিয়ার সিইও অক্ষয় মুন্দ্রা টেলিকম সচিবকে জানিয়েছিলেন যে অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউর বকেয়ার ক্ষেত্রে সরকারের সময়মত সাহায্য না পেলে ২০২৬ সাল থেকে ভোডাফোন আইডিয়া লিমিটেড আর পরিচালনা করা যাবে না। এবং সেক্ষেত্রে ওই চিঠিতে তিনি আরও জানিয়েছিলেন যে ব্যাঙ্কগুলিও আর ফান্ডিং দেবে না তাই সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা না পেলে সংস্থার পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না।

বকেয়ার ভারে বেশ চাপের মুখে সংস্থা

ভোডাফোন আইডিয়ার সংস্থা সূত্রে জানা গিয়েছে বর্তমানে সুদ, জরিমানা এবং জরিমানার উপর চাপানো সুদ মিলিয়ে মোট বকেয়ার পরিমাণ ৪৫ হাজার কোটি টাকা। একই ভাবে বেহাল ভারতী এয়ারটেলও। জানা গিয়েছে ভারতী এয়ারটেলেরও মোট বকেয়ার পরিমাণ ৩৪ হাজার ৭৪৫ কোটি টাকা। তাই ভোডাফোন আইডিয়ার সঙ্গেই শীর্ষ আদালতে দায়ের করা আবেদনে বকেয়া টাকা মকুবের আর্জি জানানো হয়। এছাড়াও তাদের দাবি, পাঁচ বছর আগে যে AGR সংক্রান্ত মামলায় তাঁদের চাপ বেড়েছিল, সেই মামলায় যেন সমাধানের পথ বলে দেয় শীর্ষ আদালত।

আরও পড়ুন: ২৫% DA মিলবে না? বড়সড় ইঙ্গিত রাজ্যের! পাল্টা হুঁশিয়ারি সরকারি কর্মীদেরও

প্রসঙ্গত, কয়েক মাস আগেই ভোডাফোন আইডিয়ার ৩৬ হাজার ৯৫০ কোটি টাকা ঋণকে অংশীদারিত্বে পরিণত করেছে কেন্দ্রীয় সরকার। ওয়াকিবহাল মহলের দাবি, এই ভাবে বারবার বকেয়া মকুব মানে পক্ষান্তরে চাপ পড়বে কেন্দ্রের উপরেও। এদিকে সুপ্রিম কোর্টে বকেয়া মকুবের আর্জি খারিজ করে দেওয়ায় বেশ অন্ধকারে ডুবেছে ভোডাফোন আইডিয়ার ভবিষ্যৎ।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join