মাত্র 1 টাকার বিনিময়ে মিলছে 14GB অতিরিক্ত ডেটা, সেরা প্ল্যান Airtel-র

Published on:

Airtel Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: টেলিকম দুনিয়ায় Jio, Airtel, Vodafone এদের মধ্যে প্রতিযোগিতা লেগেই থাকে। আর সেই প্রতিযোগিতায় এবার নতুন মাত্রা যোগ করল এয়ারটেল (Airtel Plan)। হ্যাঁ, সংস্থাটি এনেছে সীমিত দামে সেরা সুবিধা। মাত্র 399 টাকাতেই নতুন রিচার্জ প্ল্যান আনল তারা, যেখানে গ্রাহকরা আগের তুলনায় আরো বেশি ডেটা, ফ্রি সাবস্ক্রিপশন সবকিছু পাচ্ছে।

কী কী সুবিধা পাওয়া যাচ্ছে এই প্ল্যানে?

এয়ারটেলের 399 টাকার এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 28 দিনের ভ্যালিডিটি, প্রতিদিন 2.5GB করে ডেটা, যেখানে আগে পাওয়া যেত মাত্র 2GB। পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা, প্রতিদিন 100টি করে এসএমএস-এর সুবিধা, আর সারাদেশে বিনামূল্যে রোমিং-এর সুবিধা, এমনকি 28 দিনের জন্য ফ্রি জিওহটস্টার সাবস্ক্রিপশন মিলছে এই প্ল্যানে।

তবে আগের 398 টাকার প্ল্যানে প্রতিদিন 2GB করে ডেটা থাকলেও, নতুন প্ল্যানে প্রতিদিন আরও অতিরিক্ত 512MB করে মাসে 14GB বেশি ডেটা পাওয়া যাচ্ছে। আর এই বাড়তি সুবিধার জন্য মাত্র 1 টাকা করে খরচ বেশি পড়েছে।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার সাম্প্রতিক তথ্য বলছে যে, এয়ারটেল বর্তমানে সবথেকে দ্রুত নতুন গ্রাহক যোগ করছে। আর এই সংস্থার গ্রাহক সংখ্যা ইতিমধ্যেই 36 কোটি ছাড়িয়েছে। অন্যদিকে জিও সমান গতিতে এগোচ্ছে। কিন্তু ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল দিনের পর দিন লক্ষ লক্ষ গ্রাহক হারিয়ে ফেলছে। হ্যাঁ, ভোডাফোন 2.74 লক্ষ গ্রাহক আর বিএসএনএল 1.35 লক্ষেরও বেশি গ্রাহক হারিয়েছে সম্প্রতি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ 6000 mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা! 9999 টাকায় লঞ্চ হল Tecno-র 5G স্মার্টফোন

তবে উল্লেখ্য, এয়ারটেলের এই নতুন প্ল্যান শুধুমাত্র বেশি ডেটা দেওয়ার জন্য নয়, বরং বাজার ধরে রাখার কৌশল, তা বলা চলে। পাশাপাশি গ্রাহক টানার জন্য এয়ারটেলের এই প্ল্যানও ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে যখন সবাই ব্যস্ত, তখন এয়ারটেল সীমিত মূল্যে উন্নত মানের পরিষেবা দিয়েই ব্যবহারকারীদের আস্থা বাড়াচ্ছে, তা বলা চলে। পাশাপাশি বিনামূল্যে জিওহটস্টার  সাবস্ক্রিপশনের মাধ্যমে গ্রাহকদের আকর্ষণ আরো বাড়বে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥