পার্থ সারথি মান্না, কলকাতাঃ গাড়ি কেনার প্ল্যান থাকলে দারুণ সুখবর! দেশের সবচেয়ে বড় গাড়ি তৈরির কোম্পানি মারুতি (Maruti Suzuki) ক্রেতাদের জন্য দুর্দান্ত খবর দিয়েছে। বেশ কিছু গাড়িকে ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে যার ফলে নতুন গাড়ি কেনার সময় লক্ষাধিক টাকার ট্যাক্স বেঁচে যাবে আর বাজারের তুলনায় অনেকটাই সস্তায় পাওয়া যাবে গাড়ি। কিন্তু কিভাবে? কথা থেকে কিনলে এই সুবিধা পাওয়া যাব? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
মারুতি সুজুকি এস-প্রেসোর উপর বিরাট ছাড় । Maruti Suzuki S-Presso
আসলে ক্যান্টিন স্টোর্স ডিপার্টমেন্ট বা CSD-তে দেশের সেনাবাহিনীতে কর্মরতদের জন্য ট্যাক্সের ছাড় দেওয়া হয়। যার ফলে বাজারের তুলনায় অনেকটা কম দামে জিনিসপত্র কেনা যেতে পারে। এবার জানা যাচ্ছে সেখানেই কোনো জিএসটি ছাড়া কেনা যাবে মারুতি সুজুকি এস-প্রেসো গাড়ি। অর্থাৎ ২৮% ট্যাক্সের টাকাটা পুরোটাই বেঁচে যাবে।
মাত্র ৩ লক্ষ ৪৪ হাজার ৩৩১ টাকায় চারচাকা গাড়ি
বাজারে মারুতি সুজুকি এস-প্রেসো গাড়ির বেস মডেলের দাম ৪ লক্ষ ২৬ হাজার ৫০০ টাকা। তবে ট্যাক্স ফ্রি হওয়ার কারণে ৮২ হাজার ১৬৯ টাকা কমে অর্থাৎ ৩ লক্ষ ৪৪ হাজার ৩৩১ টাকায় পাওয়া যাবে। তবে যদি VXi মডেল নিতে চান তাহলে একটু বেশি খরচ হবে। CSD থেকে কিনলে Maruti S-Presso VXi এর দাম পড়বে ৫ লক্ষ ৩ হাজার ৯৫৩ টাকা। যেটা বাজারের থেকে ১ লক্ষ ৭ হাজার ৫৪৭ টাকা সস্তা।
কিভাবে CSD থেকে গাড়ি কেনা যাবে?
মূলত যারা সেনাবাহিনীতে চাকরি করেন তারা CSD থেকে জিনিসপত্র বা গাড়ি কিনতে পারেন। এক্ষেত্রে আপনার পরিচিত বা বন্ধুও যদি সেনাবাহিনীতে চাকরি করেন তাহলেও এই সুবিধা নেওয়া যেতে পারে।
মারুতি এস-প্রেসো গাড়ির ফিচার্স
যে কোনো গাড়ি কেনার আগেই তার ফিচার্স, ইঞ্জিন থেকে শুরু করে মাইলেজ সম্পর্কে জেনে নেওয়া উচিত। S-Presso গাড়িটিতে K10C সিরিজের ৯৯৮ সিসির দমদার ইঞ্জিন থাকবে। একইসাথে ৫ স্পিডের ম্যানুয়াল বা অটোমেটিক ট্রান্সমিশন থাকবে।
কোম্পানির মতে ১ লিটার তেলে ৩২ কিমির মাইলেজ দেবে ৫ সিটার গাড়িটি। অন্যান্য গাড়ির তুলনায় এসপ্রেসোর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও অনেকটাই বেশি। এছাড়া গড়িতে রিভার্স পার্কিং ক্যামেরা, সিকিউরিটি সিস্টেম ও ডুয়াল এয়ারব্যাগ থাকবে সেফটির জন্য। তাই সব মিলিয়ে একটা ভালো ফ্যামিলি ফ্রেন্ডলি গাড়ি নেওয়ার ইচ্ছা থাকলে এসপ্রেসো পারফেক্ট অপশন হতে পারে।