50MP সেলফি ক্যামেরার Vivo ফোনে 5200 টাকা ছাড়! আর মিলবে না এই অবিশ্বাস্য অফার

Published on:

vivo v30 5g

প্রীতি পোদ্দার: পুজোর মরশুমে একের পর এক ধামাকেদার অফার নিয়ে আসে বিভিন্ন অনলাইন শপিং অ্যাপগুলো। ইলেক্ট্রনিক্স থেকে শুরু করে ডিজাইনার জামাকাপড়ের ওপরে থাকে বড় টাকার ছাড়। সম্প্রতি Flipkart থেকেও নিয়ে এসেছে এমন অফার। আকর্ষণীয় বিষয় হল কিছুদিন আগে লঞ্চ হওয়া Vivo V30- পাওয়া যাচ্ছে একদম কম দামে। তাই এ উপলব্ধ অফারের সুবিধা নিতে পারেন আপনিও। কীভাবে? আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সম্প্রতি, জনপ্রিয় এবং দামী চাইনিজ টেকনিকাল মোবাইল ব্র্যান্ড Vivo ভারতীয় বাজারে মোবাইল গ্রাহকদের জন্য V সিরিজের একটি দুর্দান্ত এবং আকষর্ণীয় ফিচার্সযুক্ত মিড-রেঞ্জ স্মার্টফোন Vivo V30 5G লঞ্চ করেছে। এই ফোনটির একদিকে যেমন কার্যক্ষমতা অত্যন্ত দক্ষ এবং দ্রুত ঠিক তেমনই এর আউটলুক বা কাঠামো অত্যন্ত ক্লাসি। Vivo-র এই লঞ্চ করা নতুন এই ফোনের স্ক্রিনটি একটি 6.78 ইঞ্চি ফুল HD AMOLED ডিসপ্লে দ্বারা গঠিত। সঙ্গে 120 Hz রিফ্রেশ রেট। এছাড়াও, 256 জিবি স্টোরেজের সাথে 12 জিবি RAM স্মার্টফোনে পাওয়া যাবে।

দুর্দান্ত ক্যামেরা ফিচার্স সঙ্গে আকর্ষণীয় ব্যাটারি

পাশাপাশি এই ফোনে 5500mAh শক্তিশালী ব্যাটারির সুবিধা পাওয়া যাচ্ছে। তার সঙ্গে মিলছে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ অ্যাডাপ্টার এবং ডেটা কেবল। এছাড়াও চিপসেট হিসেবে এই ফোনে Snapdragon 7 Gen 3 চিপসেট প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য, স্মার্টফোনটিতে Adreno 720 GPU প্রসেসর রয়েছে। এই ফোনটি Wi-Fi, 4G LTE, GPS, ডুয়েল 5G, USB Type-C পোর্ট এবং ব্লুটুথ 5.4 সমর্থন করে। অন্যদিকে ক্যামেরা সেটআপ এও বেশ নজর কেড়েছে Vivo। কোম্পানি এতে একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরার সাথে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাও দিয়েছে। LED ফ্ল্যাশ সহ সেলফি তোলার জন্য এতে একটি 50-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও এই ফোনে AI ক্যামেরা ফিচার সংযুক্ত করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

5200 টাকা ছাড়!

গতকাল দেবীপক্ষের শুরুতেই গ্রাহকদের জন্য এই Vivo মোবাইল ফোনের বিক্রি শুরু হয়ে গিয়েছে। এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেমন কেনা যাচ্ছে তেমনই Flipkart থেকেও কেনা যাবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল Vivo V30 5G এই ফোনটি Flipkart এ 31,999 টাকায় পাওয়া যাচ্ছে। যেখানে এই ফোনটি ভারতে লঞ্চ করার সময় দাম ছিল 33,999 টাকা। শুধু তাই নয় এছাড়াও, HDFC ব্যাঙ্ক এবং SBI কার্ডের সাহায্যে পেমেন্ট করলে 3,200 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট বা ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে মাত্র 28,799 টাকায় ফোনটি কেনা যাবে খুব সহজেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group