ফোন চুরি করলেই ধরা পড়বে চোর! নভেম্বরেই Android স্মার্টফোনে নয়া ফিচার্স আনছে গুগল

Published on:

phone theft

কলকাতাঃ আজকাল প্রত্যেকের কাছেই মোবাইল ফোন আছে। সাধারণত আমরা সবাই জানি মোবাইল ফোনে এখন সবকিছু করা সম্ভব। কিন্তু আপনার ফোন কি আসলেই সুরক্ষিত? সবসময় আপনার গুরুত্বপূর্ণ ফোনটি হাতিয়ে নিতে যে মুখিয়ে থাকে চোরেরা, তা বলা নেহাত গল্প কথা না। এইরকম অসুবিধাতে কেউই পড়তে চায়না। এইবার এই চুরির আশঙ্কা থেকে আপনাকে রক্ষা করবে Google।

WhatsApp Community Join Now

নভেম্বর মাসেই এই সার্চ ইঞ্জিন নিয়ে আসতে চলেছে নতুন ফিচার। এই ফিচারটি অন থাকলে ফোনে কোনো অ্যাপ খুলতে গেলেই জানতে চাইবে বায়োমেট্রিক পরিচয়। চোর যদি আপনার ফোনের পিন, প্যাটার্ন, বা পাসওয়ার্ড জেনেও যায় তাতেও বিশেষ কিছু লাভ করতে পারবেনা। কারণ, অ্যান্ড্রয়েড ‘আইডেন্টিটি চেক’ কোনোমতেই আপনার গুরুত্বপূর্ণ অ্যাপের নাগাল পেতে দেবেনা।

অ্যান্ড্রয়েডে স্টোলেন ডিভাইস প্রোটেকশন

অ্যান্ড্রয়েডের এই ফিচারটি আসলে অ্যাপেলের ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’কে অনুকরণ করেই আনা হয়েছে। শুধুমাত্র এই ফিচারটি খুলে রাখলেই আপনার ফোনটির কোনো অ্যাপ খুললে বায়োমেট্রিক্স পরিচয় জানাতেই হবে। আবার এমনও হতে পারে পিন, প্যাটার্ন, পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আর ‘আইডেন্টিটি চেক’ ফিচারটি সক্রিয় থাকলেই বায়োমেট্রিক অর্থেন্টিকেশন লাগবেই। কিছুদিন আগে এই ফোনের ফিচারটির কথা ঘোষণা করেছে গুগল।

মেশিন লার্নিং মডেল

তবে শেষ কিন্তু এইখানেই না। যদি কোনো চোর আপনার মূল্যবান ফোনটি হাতিয়ে নিয়ে পালিয়ে যায়, তাহলেও খুব সহজেই মেশিন লার্নিং মডেল ব্যবহার করে ধরে ফেলবে এই ফিচারটি। চোর কি অবস্থাতে পালাচ্ছে সেটা জানা যাবে এবং সাথে সাথেই স্বয়ংক্রিয় ভাবে ‘ডিটেকশন লক’ মোড অন করে নেবে, ফলে ফোনটি আর খোলা সম্ভব হয়ে উঠবেনা। খুব শীঘ্রই প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে গুগলের এই ফিচারটি পাওয়া যাবে। ফলে চোরেদের কাজ শেষ হতে চলেছে এইটা ভেবেই শান্তি পেতে চলেছে ইউজাররা।

সঙ্গে থাকুন ➥
X