সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে ভারতের বাজারে বিক্রি শুরু হয়েছে গুগলের ফোল্ডেবল স্মার্টফোন Pixel 10 Pro Fold। প্রযুক্তিপ্রেমীদের জন্য এই ফোনটি নিঃসন্দেহে সেরা। উল্লেখ্য, গত আগস্ট মাসে গুগল একসঙ্গে বাজারে এনেছিল Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, Pixel Buds 2a এবং Pixel Watch 4। তবে এবার থেকে তারা ফোল্ডেবল ফোন এবং এয়ারপডের বিক্রিও শুরু করেছে। যদিও স্মার্ট ওয়াচের জন্য এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানা যাচ্ছে। তবে বিক্রির শুরুতেই রয়েছে চমক। হাজার হাজার টাকা ছাড় মিলছে এই ফোনে। চলুন বিস্তারিত জেনে নিই।
মিলছে 15,000 টাকা ছাড়
প্রসঙ্গত, ভারতে Pixel 10 Pro Fold ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 1,72,999 টাকা। আর এটি মাত্র একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যেখানে 256GB পর্যন্ত স্টোরেজ এবং মুনস্টোন রং থাকবে। প্রসঙ্গত, গুগলের দেওয়া লঞ্চ অফারে এই ফোনটি ইন্সট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হয়েছে 10 হাজার টাকা, যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা হয়। পাশাপাশি 5 হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস এবং 24 মাস নো-কস্ট ইএমআই-এর সুবিধা দেওয়া রয়েছে। আর এই ফোনটি গুগলের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কেনা যাবে।
উল্লেখ্য, Pixel 10 Pro Fold ফোনটির সবথেকে বড় বৈশিষ্ট্য ডুয়াল ডিসপ্লে। ভেতরের প্রধান ফোল্ডেবল স্ক্রিনটি হবে 8 ইঞ্চির QHD+ Super Active Flex OLED LTPO, যার রিফ্রেশ রেট 120Hz, আর বাইরের স্ক্রিনটি 6.4 ইঞ্চি FHD+ OLED থাকবে, যার রিফ্রেশ রেট 120Hz। আর দুটি স্ক্রিনে সর্বোচ্চ 3000 Nits ব্রাইটনেস দেওয়া হবে। ফলে রোদে বাইরে ব্যবহার করলে কোনওরকম সমস্যা হবে না।
পারফরম্যান্সেও চমক
জানা যাচ্ছে, এই স্মার্টফোনে গুগল তাদের সর্বশেষ Tensor G5 প্রসেসর ব্যবহার করেছে এবং রয়েছে Titan M2 সিকিউরিটি চিপ, যা ফোনটিকে আরও নিরাপদ এবং স্মার্ট করে তুলছে। আর একইসঙ্গে 16GB RAM এবং 256GB স্টোরেজ পাওয়া যাচ্ছে। আর এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমের উপর বেস করেই চলবে।
এবার যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে রয়েছে 48MP একটি প্রধান সেনসর এবং 10.5MP এর একটি আলট্রা ওয়ার্ল্ড লেন্স, পাশাপাশি 10.8MP এর টেলিফোটো লেন্স। আর সেলফির জন্য সামনের দিকে রয়েছে 10MP ক্যামেরা।
আরও পড়ুনঃ ব্যাঙ্কে জিরো ব্যালেন্স থাকলেও করা যাবে UPI পেমেন্ট, জানুন প্রসেস
ব্যাটারি এবং চার্জিং
এদিকে এই ফোনটিতে দেওয়া হচ্ছে 5015mAh এর একটি ব্যাটারি, যা 23W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W Qi2 Pixelsnap ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করছে। মোদ্দা কথা, ব্যবহারকারীরা এবার দীর্ঘ ব্যাক-আপের সঙ্গে দ্রুত চার্জিং-এর সুবিধা পাচ্ছে। আর গুগলের নিজস্ব সফটওয়্যারের সুবিধাও দেওয়া হবে। তাই এই ফোনটি হতে চলেছে ব্যবহারকারীদের জন্য একেবারে সেরা বিকল্প।