Samsung থেকে Xiaomi, Croma! GST কমায় দাম কমল TV-র, দেখুন নতুন রেট

Published on:

GST

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ থেকে কার্যকর হয়েছে নতুন জিএসটি স্ল্যাব (New GST Rates)। সেই সূত্র ধরে ইলেকট্রনিক্সের উপরে জিএসটি 28% থেকে কমিয়ে 18% আনা হয়েছে। এর ফলে রেফ্রিজারেটর, টিভি, এয়ার কন্ডিশনারের দাম অনেকটাই কমেছে। তাই উৎসবের মরসুমে ফ্লিপকার্ট এবং আমাজনের বিশেষ অফার মিলিয়ে স্মার্ট টিভি কেনার সুবর্ণ সুযোগ এটিই। আজকের প্রতিবেদনে জানাবো এমন কিছু স্মার্ট টিভির অপশন, যেগুলি একেবারে জলের দলে বিকোচ্ছে।

সস্তার স্মার্ট টিভি

Hisense 80 cm (32 ইঞ্চি) E5Q সিরিজ- এই স্মার্ট টিভিতে রয়েছে QLED ডিসপ্লে, Dolby Audio, 30W স্পিকার। সাপোর্ট নেবে 3 HDMI, 2 USB, Bluetooth 5 কানেকটিভিটি। এমনকি টিভিটির ওয়ারেন্টি এক বছর।

Croma 80 cm (32 ইঞ্চি)- এই টিভিটিতে HD Ready, Dolby Audio, 20W স্পিকার, 3 HDMI, 2 USB কানেক্টিভিটি। ICICI ও HDFC ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1000 ছাড় পাওয়া যাবে। পাশাপাশি এক বছরের ওয়ারেন্টি মিলবে এটিতে।

OnePlus Y1S (32 ইঞ্চি)- এই টিভিটি ফ্লিপকার্টে 5000 টাকা ছাড়ে মিলছে। টিভিটিতে রয়েছে HD Ready, 60Hz রিফ্রেশ রেট, 20W স্পিকার। পাওয়া যাবে এক বছরের ওয়ারেন্টি। ডিসপ্লে প্যানেলের জন্যও আলাদা এক বছরের ওয়ারেন্টি মিলবে। আর এর 4.3 স্টার রেটিং রয়েছে।

Acer 109 cm (43 ইঞ্চি) G Plus Series- এই টিভিটির আমাজনে দাম 16,499 টাকা। এটিতে রয়েছে FHD, 60Hz, 24W স্পিকার, Dual-band Wi-Fi, Bluetooth 5, 3 HDMI কানেক্টিভিটি। সাথে দু’বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।

Croma 109.22 cm (43 ইঞ্চি) LED- টিভিটির দাম রয়েছে 18,990 টাকা, যেখানে ICICI, HDFC, Axis কার্ড দিয়ে পেমেন্ট করলে 1500 টাকা ছাড় পাওয়া যাবে। এটিতে রয়েছে 4K UHD, Dolby Audio, 20W স্পিকার, 3 HDMI, 2 USB, Bluetooth 5 কানেক্টিভিটি এবং এক বছরের ওয়ারেন্টি।

Samsung 108 cm (43 ইঞ্চি)- এই টিভিটির ফ্লিপকার্ট দাম রয়েছে মাত্র 21,490 টাকা। টিভিটিতে রয়েছে 50Hz, 20W স্পিকার। পাওয়া যাবে দুই বছরের ওয়ারেন্টি এবং টিভিটির রেটিং রয়েছে 4.3।

Xiaomi 138 cm (55 ইঞ্চি)- এই টিভিটির দাম রয়েছে 29,499 টাকা। SBI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 4000 টাকা ছাড় পাওয়া যাবে। আর এটিতে রয়েছে 4K UHD, 60Hz, 30W স্পিকার মতো ফিচার এবং Ethernet, HDMI, USB, Wi-Fi কানেক্টিভিটি। টিভিটিতে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।

আরও পড়ুনঃ জুবিন গর্গকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে শুরু হবে মহিলা বিশ্বকাপ, ঘোষণা BCCI-র

Realme TechLife 139 cm (55 ইঞ্চি)- এই টিভিটির ফ্লিপকার্টে দাম রয়েছে 27,999 টাকা। টিভিতে রয়েছে Ultra HD 4K, 60Hz, 40W স্পিকার। সাথে এক বছরের ওয়ারেন্টি মিলবে এবং 4.4 স্টার রেটিং রয়েছে।

Croma 139.7 cm (55 ইঞ্চি)- এই টিভিটির দাম 28,990 টাকা, যেখানে ICICI, Axis, HDFC কার্ড দিয়ে পেমেন্ট করলে 2500 টাকা ছাড় পাওয়া যাবে। এটিতে রয়েছে 60Hz, 3 HDMI, 2 USB, 20W স্পিকার এবং এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥