নতুন GST-র ফলে এত টাকা সস্তা হল দেশের এক নম্বর স্কুটি Honda Activa

Published on:

Honda Activa GST

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী 22 সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন হারে জিএসটি (GST) স্ল্যাব, যার সরাসরি প্রভাব পড়বে দেশজুড়ে জনপ্রিয় টু-হুইলার গাড়ির উপর। হ্যাঁ, একদিকে যেমন ছোট গাড়ির দামে বিরাট ছাড় আসছে, অন্যদিকে মোটর বাইক বা স্কুটারপ্রেমীদের মুখেও ফুটতে চলেছে হাসি। নতুন নিয়ম অনুযায়ী, 350cc বা তার নীচে টু-হুইলারের উপর এবার 28%-এর জায়গায় 18% জিএসটি দিতে হবে। এমনকি তার সঙ্গে অতিরিক্ত 1% সেসও বাদ দেওয়া হয়েছে। ফলে গ্রাহকরা এক লাফে 10% ছাড় পাচ্ছে।

সস্তায় বিকোচ্চে Honda Activa

তবে এই সিদ্ধান্তের ফলে সবথেকে বেশি বিক্রি হওয়া স্কুটি Honda Activa আরও সস্তা হচ্ছে। কারণ হোন্ডা মোটরসাইকেলস এন্ড স্কুটার্স ইন্ডিয়া সম্প্রতি ঘোষণা করেছে যে, নতুন ট্যাক্স কাঠামোর ফলে Activa 110 মডেলে প্রায় 7874 টাকা এবং Activa 125 মডেলে প্রায় 8259 টাকা পর্যন্ত দাম কমবে। এমনকি এর পাশাপাশি উৎসবের মরশুমে আলাদা ডিসকাউন্ট এবং ডিলারদের তরফ থেকে আরও অফার দেওয়া হবে বলে জানানো হয়েছে। যার ফলে গ্রাহকদের আরও বেশি সেভিংস হবে। যদিও ভ্যারিয়েন্ট ভেদে এখনও নতুন দাম ঘোষণা হয়নি।

কী কী বিশেষত্ব থাকবে এই নতুন Activa-তে?

জানিয়ে রাখি, Honda ইতিমধ্যেই বাজারে এনেছে নতুন প্রজন্মের Activa H-Smart। আর এই মডেলটির সবথেকে বড় আকর্ষণ স্মার্ট কি সিস্টেম। হ্যাঁ, আপনি স্কুটি থেকে মাত্র 2 মিটার দূরে গেলেই এটি অটোমেটিক লক হয়ে যাবে। এমনকি কাছে গেলে আবার নিজেই আনলক হবে। আর ফুয়েল ট্যাঙ্ক খোলার জন্য আলাদা করে চাবি লাগবে না। স্মার্ট কি দিয়েই তা সম্ভব। পাশাপাশি পার্কিং লটে অসংখ্য স্কুটারের ভিড়ে নিজের স্কুটি চিনে নিতে এটি সাহায্য করবে। আর এর সঙ্গে অ্যান্টি-থেফ্ট ফাংশন দেওয়া হচ্ছে, যা নিরাপত্তাকে আরও বাড়িয়ে তুলবে।

ইঞ্জিন এবং অন্যান্য ফিচার

ডিজাইনে সেরকম কোনও পরিবর্তন না আসলেও আরামদায়ক রাইডিং-এর জন্য এই স্কুটারে দেওয়া হচ্ছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কস, সাইলেন্ট স্টার্ট সিস্টেম, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম ও নতুন ডিজাইনের অ্যালয় হুইলস। ইঞ্জিনের দিক থেকে এতে আগের মতোই BS6 109.51cc সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন থাকছে। জানা গিয়েছে, এটি প্রতি লিটার পেট্রোলে 52 কিলোমিটার মাইলেজ দিচ্ছে।

আরও পড়ুনঃ অপারেশন সিঁদুরেই শেষ হয়েছে মাসুদ আজহারের গোটা পরিবার! স্বীকারোক্তি জয়েশ ই মহম্মদের

ভারতের স্কুটার বাজারে দীর্ঘদিন ধরেই Honda Activa রাজত্ব করে চলেছে। নির্ভরযোগ্য ইঞ্জিন থেকে শুরু করে সহজলভ্য সার্ভিস আর পরিবারের জন্য উপযোগী ডিজাইনের জন্য এই স্কুটার দেশের এক নম্বর আসনে জায়গা নিয়েছে। তাই এবার দাম কমার পর যে ক্রেতাদের ভিড় আরও জমবে তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥