সৌভিক মুখার্জী, কলকাতা: একটা সময় সাধারণ মানুষের কাছে বাইক মানেই ছিল Hero Splendor। তবে সময় বদলেছে। আর এবার Splendor-এর বাজার দখল করতে Honda-এর নয়া চমক Honda Shine 100 DX। এটি শুধুমাত্র আপডেটেড বাইক নয়, বরং Hero Splendor-এর বাজার কাঁপিয়ে দেওয়ার জন্য বাজিমাত মডেল, তা বলার অপেক্ষা রাখে না। তবে কী রয়েছে এই বাইকের বিশেষত্ব? চলুন বিস্তারিত জানিয়ে দিচ্ছি।
রয়েছে আরও বড় ফুয়েল ট্যাঙ্ক
নতুন Honda Shine 100 DX বাইকে দেওয়া হচ্ছে আগের তুলনায় বড় এবং চওড়া ফুয়েল ট্যাঙ্ক, যা বাইরে থেকে আরও প্রিমিয়াম লুক দিচ্ছে। পাশাপাশি থাকছে ক্রোম হেডলাইট কাওল ও ক্রোম হিট শিল্ড, যা বাইকের ফিনিশিং এবং প্রেজেন্স-এ একেবারে নয়া মাত্রা যোগ করেছে।
এক কথায় বলতে গেলে, Shine 100 DX প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল ভাবেই এগিয়ে গিয়েছে। উল্লেখ্য, নতুন এলসিডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে এই মডেলে, যা এই সেগমেন্টের মধ্যে সত্যিই বিরল। পাশাপাশি গিয়ার ইন্ডিকেটর, ট্রিপ মিটার, সবই এখন ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠবে।
রঙে নজর কাড়বে তরুণদের
Honda Shine 100 DX এবার চারটি নতুন স্টাইলিশ কালার অপশনে বাজারে এসেছে। আর সেগুলি হল—Pearl Igneous Black, Imperial Red Metallic, Athletic Blue Metallic এবং Geny Gray Metallic। আর এই রংগুলি তরুণ প্রজন্মকে লক্ষ্য করেই যে বেছে নেওয়া হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত জানিয়ে রাখি, Shine 100 DX-এ আগের সেই শক্তিশালী 98.98 সিসির ইঞ্জিন দেওয়া হচ্ছে, যা 7.28 bhp শক্তি এবং 8.04 Nm উৎপন্ন করতে পারে। এমনকি সঙ্গে থাকছে 4-গিয়ার যুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স।
আরও পড়ুনঃ মহারাষ্ট্রে বাঙালি শ্রমিককে নৃশংস ভাবে খুন! দেহ টুকরো করে ভাসিয়ে দেওয়া হল জলে
স্টাইল ও নিরাপত্তা ফিচার
Honda Shine 100 DX-এ রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, 5-স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার শকস, স্টিল ফ্রেম চেসিস এবং 17 ইঞ্চির অ্যালয় হুইলস ও টিউবলেস টায়ারের মতো উন্নত মানের ফিচার, যা গাড়িটিকে আরও আধুনিক করে তুলেছে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, আগামী 1 আগস্ট থেকেই এই বাইকের প্রি-বুকিং শুরু হচ্ছে। আর ধাপে ধাপে গোটা দেশেই ডেলিভারি শুরু হবে। তাই যারা বাজেট ফ্রেন্ডলি, স্টাইলিশ এবং ফিচারে নজরকাড়া কোনয় বাইক খুঁজছেন, তাদের জন্য Honda Shine 100 DX হতে পারে নিঃসন্দেহে সেরা বিকল্প।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |