৩০০০ টাকা থেকে শুরু প্যাকেজ! স্টারলিঙ্ক সেট-আপের জন্য ভারতে খরচ কত পড়বে?

Published on:

Starlink

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ভারতের ইন্টারনেট জগতে পা রাখতে চলেছে SpaceX-র মালিকানাধীন সংস্থা স্টারলিঙ্ক (Starlink)। জানা যাচ্ছে, ভারতের টেলিকম সংস্থা ইতিমধ্যেই স্টারলিঙ্ককে ছাড়পত্র দিয়েছে। ফলে খুব শীঘ্রই ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের অলিগলিতে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

কীভাবে কাজ করবে এই পরিষেবা?

জানা গেল, স্টারলিঙ্ক মূলত লো-আর্থ অরবিটে ঘুরে ঘুরে হাজার হাজার উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করবে। আর এই পরিষেবা এমন এমন জায়গায় পৌঁছনো হবে, যেখানে মোবাইল টাওয়ার বা ফাইবার এখনো পর্যন্ত পৌঁছয়নি। এমনকি পাহাড়, মরুভূমি কিংবা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই পরিষেবা পৌঁছে যাবে।

স্টারলিঙ্ক কিটে কী কী থাকছে?

ভারতে এই পরিষেবা পেতে হলে প্রথমেই কিনতে হবে স্টারলিঙ্কের একটি স্ট্যান্ডার্ড সেটআপ কিট। জানা যাচ্ছে, এর সম্ভাব্য দাম হতে পারে 33,000 টাকা। এই কিটে থাকবে Starlink ডিশ, কিকস্ট্যান্ড, Gen 3 রাউটার, Starlink ও AC ক্যাবল এবং পাওয়ার সাপ্লাই। 

ইন্টারনেট প্ল্যানের দাম কত পড়বে?

এখনো পর্যন্ত বেশ কয়েকটি সূত্র মারফত খাবার পাওয়া যাচ্ছে, স্টারলিঙ্কের আনলিমিটেড ডেটা প্ল্যানের সম্ভাব্য খরচ হতে পারে 3000 টাকা থেকে 4200 টাকা প্রতি মাসে। যদিও আগে জানা গিয়েছিল, ডেটা ক্যাপ সহ কিছু প্ল্যান হয়তো 850 টাকার মধ্যে মিলবে। তবে বেশিরভাগ সংস্থা দাবি করছে, কোনোটা আনলিমিটেড ডেটা, আবার কোনোটাতে নির্দিষ্ট ডেটা সীমা থাকতে পারে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ সুদ মিলবে ২১.৫৪%! এখানে বিনিয়োগ করলেই লক্ষ্মীলাভ

কোথা থেকে পাবেন এই স্টারলিঙ্ক কিট?

SpaceX-র তরফ থেকে জানানো হয়েছে, এয়ারটেল এবং রিলায়েন্স জিওর সঙ্গে যৌথ উদ্যোগে স্টারলিঙ্ক কিট বিক্রি করা হবে। আর তাদের নিজস্ব রিটেইল আউটলেটেই এই কিট পাওয়া যাবে। এর ফলে সরাসরি গ্রাহকরা এয়ারটেল বা জিও’র স্টোর থেকে স্টারলিঙ্কের কিট বা অন্যান্য সরঞ্জাম কিনতে পারবে।

বলে রাখি, ভারতের বহু অঞ্চলে এখনো ইন্টারনেট পরিষেবা সেরকম ভাবে পৌঁছয়নি বা খুবই দুর্বল। আর সেক্ষেত্রে স্টারলিঙ্ক হয়ে উঠতে পারে ডিজিটাল ইন্ডিয়া মিশনের সবথেকে বড় পদক্ষেপ। প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে গ্রামে, পাহাড়ি অঞ্চলে বা ঝড়-বৃষ্টির সময় যেখানে নেটওয়ার্ক পৌঁছয় না, সেখানে স্টারলিঙ্ক আশীর্বাদের মতো কাজ করবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥