WhatsApp চ্যাট কীভাবে Arattai-তে ট্রান্সফার করবেন? রইল সম্পূর্ণ প্রসেস

Published:

Updated:

Arattai
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সদ্য লঞ্চ হয়েছে WhatsApp-র বিকল্প অ্যাপ আরাট্টাই (Arattai)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানানোর পর থেকেই জনপ্রিয়তা হু হু করে বেড়েছে। 21 সেপ্টেম্বর থেকে মাত্র কয়েক দিনের মধ্যেই ডেইলি ডাউনলোডের সংখ্যা 3 হাজার থেকে বেড়ে 10 লক্ষে পৌঁছেছে। এমনকি কোম্পানি এই হঠাৎ বৃদ্ধির চাপ সামলানোর জন্য নিজেদের পরিষেবার প্রস্তুতিও নিচ্ছে।

তবে নতুন ব্যবহারকারীদের মধ্যে অনেকেই হোয়াটসঅ্যাপ থেকে Arattai অ্যাপে ট্রান্সফার হতে সমস্যায় পড়ছেন। অনেকে তাদের পরিচিতদের খুঁজে পাচ্ছে না। আবার হোয়াটসঅ্যাপের পুরনো চ্যাট নতুন অ্যাপে আনতে পারছে না। আজকের প্রতিবেদনে আমরা জানিয়ে দেব, কীভাবে খুব সহজেই আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের আরাট্টাই অ্যাপে আমন্ত্রণ জানাতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের চ্যাট কীভাবে আরাট্টাই অ্যাপে ট্রান্সফার করতে পারবেন।

কী এই Arattai অ্যাপ?

জানিয়ে রাখি, আরাট্টাই হল হোয়াটসঅ্যাপের বিকল্প একটি মেসেজিং অ্যাপ। চেন্নাই ভিত্তিক Zoho কোম্পানির তরফ থেকেই এই অ্যাপ তৈরি করা হয়েছে। আর এই কোম্পানির প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। এই অ্যাপের পাশাপাশি জোহর আরও বিভিন্ন রকম সফটওয়্যার আছে, যা বড় বড় সংস্থায় ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রী এবং তথ্য প্রযুক্তিমন্ত্রীর আহ্বানে অনেকেই অফিসিয়াল এবং ব্যক্তিগত কাজের জন্য এই অ্যাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে।

কীভাবে বন্ধুদের আমন্ত্রণ জানাবেন?

যদি আপনি হোয়াটসঅ্যাপ ছেড়ে আরাট্টাই অ্যাপে শিফট হতে চান, কিন্তু আপনার বন্ধু বা পরিবারের কারও আরাট্টাই অ্যাপ না থাকে, তাহলে খুব সহজেই তাদেরকে আমন্ত্রণ জানাতে পারবেন। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে আপনাকে নিজের মোবাইল নম্বর দিয়ে আরাট্টাই অ্যাপে লগইন করতে হবে। প্রথমবার লগইন করার সময় নাম, ফটো ইত্যাদি আপলোড করতে হবে।
  • এরপর অ্যাপের বামদিকে মেনুতে গিয়ে কন্টাক্ট অপশনে যেতে হবে। প্রয়োজন হলে অ্যাপকেই আপনার কন্টাক্ট অ্যাক্সেস দিয়ে দিতে পারেন।
  • কন্টাক্ট অ্যাক্সেস দিয়ে দেওয়ার পর যে সমস্ত পরিচিতি ইতিমধ্যেই আরাট্টাই অ্যাপ ব্যবহার করছে, তাদেরকে দেখা যাবে, যেমনটা হোয়াটসঅ্যাপে যায়।
  • যদি আপনি আমন্ত্রণ পাঠাতে চান, তাহলে ‘ইনভাইট ফ্রেন্ড’ অপশনটিতে ক্লিক করতে পারেন।
  • এরপর এসএমএস-এর মাধ্যমে লিংক পাঠাতে পারবেন বা অন্য কোনও অ্যাপের মাধ্যমে আরাট্টাই অ্যাপের আমন্ত্রণ জানাতে পারবেন।

কীভাবে Whatsapp চ্যাট Arattai-এ ট্রান্সফার করবেন?

এবার যদি আপনি পুরোপুরি হোয়াটসঅ্যাপ থেকে আরাট্টাই অ্যাপে শিফট হতে চান এবং আপনি আপনার চ্যাট না হারাতে চান, তাহলে খুব সহজেই হোয়াটসঅ্যাপের চ্যাট আরাট্টাই অ্যাপে নিয়ে আসতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

  • প্রথমে হোয়াটসঅ্যাপের সেই চ্যাটটিকে খুলুন, যেটিকে ট্রান্সফার করতে চান।
  • এরপর উপরের ডান দিকে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করে ‘More’ অপশনে যেতে হবে।
  • এরপর Export Chats অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর অ্যাপের লিস্ট থেকে Arattai সিলেক্ট করতে হবে।
  • এরপর আরাট্টাই অ্যাপে যে চ্যাটটিকে ট্রান্সফার করতে চান, তার নাম সিলেক্ট করতে হবে।
  • কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যাট আরাট্টাই অ্যাপে চলে আসবে।

আরও পড়ুনঃ পুজোয় বাড়তি রোজগারের আশায় পানের দোকান খুললেন তৃণমূলের দুবারের প্রধান

উল্লেখ্য, দেশীয় প্রযুক্তি এবং অ্যাপের ব্যবহার বর্তমানে দিনের পর দিন বাড়ছে। আর সেখানে আরাট্টাইকে শুধুমাত্র কোনও মেসেজিং প্ল্যাটফর্ম বলা চলে না, বরং ডেটা প্রাইভেসির সবথেকে বড় উদাহরণ। তাই যদি হোয়াটসঅ্যাপ ছেড়ে আরাট্টাইতে শিফট হতে চান, তাহলে অবশ্যই উপরে দেওয়া পদ্ধতিগুলো অবলম্বন করুন এবং পরিষেবা উপভোগ করুন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join