Maruti Suzuki Brezza-র উপর আড়াই লাখ টাকার ছাড়! কিভাবে মিলবে এই অফার?

Published on:

maruti suzuki brezza

কলকাতাঃ আজকাল নিজস্ব গাড়িতে যাতায়াত করতে কমবেশি সকলেই পছন্দ করেন। যাঁদের সেই সামর্থ আছে, তাঁরা নিজেদের পছন্দের চার চাকা গাড়ি কিনে থাকেন। এক্ষেত্রে চাহিদা অনুযায়ী বিভিন্ন মডেলের গতি বাজারে উপলব্ধ রয়েছে। যেমন, সেডান, হ্যাচব্যাক ও SUV হল ভারতের কয়েকটি জনপ্রিয় গাড়ির ভ্যারিয়েন্ট। তবে এসবের পাশাপাশি, যে গাড়িতে বেশি ছাড় পাওয়া যায়, সেইসব গাড়ি কেনার দিকে ঝোঁকেন ক্রেতারা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট বা CSD হল ভারতের প্রতিরক্ষা কর্মী, সেনাবাহিনী, নৌবাহিনী, এবং বিমান বাহিনীর জন্য নির্দিষ্ট একটি সুবিধা যা তাদের সাশ্রয়ী মূল্যে বিভিন্ন পণ্য কেনার সুযোগ দেয়। CSD-এর মাধ্যমে গাড়ি কেন হলে সাধারণ বাজারমূল্যের চেয়ে বেশ কিছু ছাড় পাওয়া যায়। Maruti Suzuki-এর Brezza মডেলের গাড়িটি ভারতের বাজারে বেশ জনপ্রিয় এবং এই গাড়িটি CSD-এর মাধ্যমে কেনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় পাওয়া যায়।

CSD থেকে কিনলে সস্তায় পাবেন Maruti Suzuki Brezza

CSD-এর মাধ্যমে Maruti Brezza কেনার ক্ষেত্রে মূল বাজারমূল্যের উপর ১০ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যায়। তবে, ছাড়ের পরিমাণ নির্ভর করে গাড়ির ভ্যারিয়েন্ট, মডেল, এবং স্থানীয় করের উপর। কিছু রাজ্যে এই ছাড় আরও বেশি হতে পারে, কারণ স্থানীয় ট্যাক্স কাঠামোও ছাড়ের ওপর প্রভাব ফেলে। সাধারণত এই গাড়িটির এক্স-শোরুম দাম ৮,৩৪,০০০ টাকা থেকে শুরু হয়। তবে এই বেস মডেল CSD থেকে কিনলে ক্রেতাকে দিতে হবে মাত্র ৭,৫১,৪৩৪ টাকা। এতে ৮২,৫৬৬ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। CSD-তে এই মডেলের উপর সর্বোচ্চ ২,৬৬,৩৬৯ টাকা ছাড় পাওয়া সম্ভব।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

CSD থেকে গাড়ি কিনলে কি কি সুবিধা পাওয়া যায়?

CSD-এর মাধ্যমে গাড়ি কেনার ক্ষেত্রে রোড ট্যাক্স ও রেজিস্ট্রেশন ফি-তেও ছাড় পাওয়া যায়। সাধারণত, প্রতিরক্ষা কর্মীরা রোড ট্যাক্সের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পান। তবে এই ছাড়টি রাজ্য অনুযায়ী ভিন্ন হতে পারে। এছাড়াও, CSD-এর মাধ্যমে গাড়ি কেনার ক্ষেত্রে বীমা ও লোন সুবিধাও থাকে। ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে প্রতিরক্ষা কর্মীদের জন্য বিশেষ হারে সুদ দেওয়া হয়। এছাড়া, গাড়ির বীমার প্রিমিয়ামও সাধারণত কম হয়।

কিভাবে CSD থেকে গাড়ি কেনা যায়?

CSD-এর মাধ্যমে গাড়ি কেনার ক্ষেত্রে প্রতিরক্ষা কর্মীদের জন্য একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। প্রথমে, ক্রেতাকে CSD ক্যান্টিন থেকে একটি কোটেশন সংগ্রহ করতে হবে। এরপর, সেই কোটেশন অনুযায়ী ডাউন পেমেন্ট করে ডিলার থেকে গাড়ি কেনা যায়। CSD ডিপার্টমেন্ট সাধারণত গাড়ি সরবরাহের জন্য অনুমোদিত ডিলারদের সাথে কাজ করে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group