পার্থ সারথি মান্না, কলকাতাঃ আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। স্যামসাং খুব শীঘ্রই লেটেস্ট Galaxy S25 সিরিজ লঞ্চ করতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর নতুন মডেল লঞ্চ হওয়ার আগেই S23 Ultra এর উপর ব্যাপক অফার দিল Amazon। তাই যদি কম দামে ফ্ল্যাগশিপ ফিচারের ফোন নিতে চান তাহলে এমন সুযোগ মোটেই হাতছাড়া করবেন না।
Samsung S23 Ultra এর ফিচার্স
স্যামসাং এর ফ্ল্যাগশিপ মডেলের ফোন S23 Ultra যেমন নজর কাড়া ডিজাইন তেমনি দমদার পারফর্মেন্স দিতে সক্ষম। ফোনটিতে 6.8 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকছে। যেটা 120 Hz সাপোর্টেড। এছাড়া 200MP মেন ক্যামেরা, 10MP এর টেলিফোটো লেন্স, 10MP পেরিস্কোপ লেন্স ও 12MP এর আল্ট্রা ওয়াইড লেন্স থাকছে। সুতরাং ছবি যে DSLR এর মত কোয়ালিটি দিতে সক্ষম হবে সে নিয়ে কোনো সন্দেহ নেই !
এখানেই শেষ নয়, ফোনটিতে 12GB Ram এর সাথে 256GB ও 512GB স্টোরেজ অপশন পেয়ে যাবেন। এছাড়া মাল্টিটাস্কিং থেকে গেমিংয়ের জন্য Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকছে। আর এই সমস্তটাকে সারাদিন চালু রাখতে 5000mAh এর বড় ব্যাটারি থাকছে। যেটা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে মাত্র ৩০ মিনিটেই ৬৫% চার্জ হয়ে যায় ফোনটি।
স্যামসাং S23 Ultraএর উপর ৪৭% ছাড়
বর্তমানে স্যামসাং এর S23 Ultra এর 12GB Ram ও 256GB স্টোরেজ মডেলটির দাম ১ লক্ষ ৪৯ হাজার টাকা। তবে Amazon-এ এই ফোনটির উপর ৪৭% সেল দেওয়া হয়েছে। অর্থাৎ প্রায় অর্ধেক দামে পাওয়া যেতে পারে ফোনটি। ডিসকাউন্ট দেওয়ার পর ৭৯,৯৯৯ টাকা দাম হলেও, অফার এখানেই শেষ নয়। চাইলে কার্ডের মাধ্যমে অতিরিক্ত ছাড় পেতে পারেন। এছাড়াও EMI এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন।