৭৩ হাজার টাকা সস্তায় i10, GST-র গুঁতোয় দাম কমল Hundai-র গাড়ির, দেখুন নয়া রেট

Published on:

GST

সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের মরসুমে গাড়ি প্রেমীদের জন্য বিরাট উপহার দিল হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড। সম্প্রতি কেন্দ্র সরকার যাত্রীবাহী গাড়ির উপর জিএসটি (GST)কমিয়ে ১৮% এনেছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে এই নয়া হারে জিএসটি। ফলে এবার হুন্ডাই এর জনপ্রিয় মডেলগুলির দাম একেবারে তলানিতে ঠেকবে।

সম্প্রতি হুন্ডাই ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এক বিবৃতিতে জানিয়েছেন, যাত্রীবাহী গাড়িতে জিএসটি কমানোর জন্য আমরা কেন্দ্র সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। এর ফলে শিল্পক্ষেত্রে যেমন উন্নতি আসবে, তেমনই গ্রাহকরা খুব সহজে গাড়ি কিনতে পারবে। বিকশিত ভারতের পথে আমরা সরকারের স্বপ্নের সঙ্গে নিজেদের প্রতিশ্রুতি ঠিক রাখব।

কোন মডেলের দাম কতটা কমলো?

নতুন হারে জিএসটির ফলে হুন্ডাই এর বিভিন্ন মডেলে এবার বিরাট কাটছাঁট দেখা যাচ্ছে। এর মধ্যে সবথেকে বেশি দাম কমেছে Hyundai Tucson মডেলে। প্রায় ২,৪০,৩০৩ টাকা দাম কমেছে এই গাড়ির। অন্যদিকে এন্ট্রি লেভেল হ্যাচব্যাক Grand i10 Nios-এরও দাম কমেছে ৭৩,০০০ টাকা পর্যন্ত। বাদবাকি গাড়িগুলির ছাড় নিন্মরূপ—

  • Grand i10 Nios মডেলের দাম ৭৩,৮০৮ টাকা পর্যন্ত কমেছে,
  • Aura মডেলের দাম ৭৮,৪৬৫ টাকা পর্যন্ত কমেছে,
  • Exter মডেলের দাম ৮৯,২০৯ টাকা পর্যন্ত কমেছে,
  • I20 মডেলের দাম ৯৮,০৫৩ টাকা পর্যন্ত কমেছে,
  • i20 N Line মডেলের দাম ১,০৮,১১৬ টাকা পর্যন্ত কমেছে,
  • Venue মডেলের দাম ১,২৩,৬৫৯ টাকা পর্যন্ত কমেছে,
  • Venue N Line মডেলের দাম ১,১৯,৩৯০ টাকা পর্যন্ত কমেছে,
  • Verna মডেলের দাম ৬০,৬৪০ টাকা পর্যন্ত কমেছে,
  • Creta মডেলের দাম ৭২,১৪৫ টাকা পর্যন্ত কমেছে,
  • Creta N Line মডেলের দাম ৭১,৭৬২ টাকা পর্যন্ত কমেছে,
  • Alcazar মডেলের দাম ৭৫,৩৭৬ টাকা পর্যন্ত কমেছে,
  • Tucson মডেলের দাম ২,৪০,৩০৩ টাকা পর্যন্ত কমেছে।

ফলত বলা যায়, উৎসবের আগে এই দাম কমায় স্বাভাবিকভাবেই ক্রেতাদের আগ্রহ বাড়বে। যারা অনেকদিন ধরেই গাড়ি কেনার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য এটি হতে পারে একেবারে সেরা সময়। কারণ ছোট হ্যাচব্যাক থেকে শুরু করে SUV সবকিছুতেই এবার মিলছে বিরাট ছাড়।

আরও পড়ুনঃ বাড়িতে বসেই হবে PF অ্যাকাউন্ট ট্রান্সফার, রইল স্টেপ বাই স্টেপ প্রসেস

বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ শুধুমাত্র গ্রাহকদের জন্য নয়, বরং গাড়ি শিল্পকেও নতুন করে গতি দেবে। আর বিক্রিবাট্টা বাড়লে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে ভারতের অটো ইন্ডাস্ট্রি আরো চাঙ্গা হবে তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥