কর ফাঁকির দিন শেষ! DRDO-র সাথে হাত মিলিয়ে AI পোর্টাল লঞ্চ করল আয়কর বিভাগ

Published:

Income Tax Department Launches AI Portal
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে AI মানবীকে মন্ত্রী করেছিল আলবেনিয়া। নাম তাঁর ডায়েলা। বর্তমান বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দাপট কতটা তা জানতে বাকি নেই কারোরই। সময়ের সাথে সাথে মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে ঢুকে পড়ছে AI।

সম্প্রতি খবর মিলছে যে, ভারতীয় আয়কর বিভাগও এবার কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরেছে। জানা গিয়েছে, কর ফাঁকির বিরুদ্ধে লড়তে এবার DRDO এবং সিবিডিটির সঙ্গে হাত মিলিয়ে একটি AI পোর্টাল লঞ্চ করল আয়কর বিভাগ (Income Tax Department)।

কী কাজ করবে এই AI পোর্টাল?

সর্বভারতীয় সংবাদমাধ্যম NDTV-র রিপোর্ট অনুযায়ী, ভারতীয় আয়কর বিভাগের নতুন AI পোর্টালটি মূলত কল ডেটা রেকর্ড এবং ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখে তদন্তকারীদের হাতে রিয়েল টাইম এবং কার্যকরী তথ্য তুলে দেবে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেছেন আয়কর বিভাগের দুই কর্মকর্তা।

বিশেষজ্ঞ মহলের দাবি, এই পোর্টাল এমন ভাবে তৈরি করা হয়েছে যা সহজে হ্যাক করা সম্ভব নয়। শুধু তাই নয়, এই পোর্টালের মাধ্যমে ব্যক্তি এবং সংস্থার মধ্যে গোপন লেনদেনের বিষয়টিও ধরা পড়বে। যা ধরতে এতদিন কাল ঘাম ছুটে গিয়েছিল আয়কর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের।

কীভাবে কাজ করবে প্রোজেক্ট সত্য?

মূলত দুর্নীতি এবং আয়কর ফাঁকি রুখতে ভারতীয় আয়কর বিভাগ যে প্রজেক্ট সত্য নিয়ে এসেছে, তার অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে সন্দেহভাজন ব্যক্তির ক্ষেত্রে তিনি যে অ্যাপগুলি ব্যবহার করেন তার মধ্য থেকে সেরা 10টি অ্যাপ চিহ্নিত করা হবে। যার মধ্যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালের মতো প্ল্যাটফর্মও রয়েছে।

অবশ্যই পড়ুন: নেপালকে সমর্থনের আশ্বাস! প্রথমবারের মতো সুশীলার সাথে ফোনালাপ মোদির

বিশেষজ্ঞদের দাবি, প্রোজেক্ট সত্যর অধীনে ডিজিটাল লেনদেনের প্যাটার্নকে প্রথমে খতিয়ে দিয়ে দেখা হবে। সেই থেকে সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে তথ্য খোঁজা হবে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তির মোবাইল টাওয়ারের ডেটা দেখে লোকেশন বের করা হবে বলেই খবর। এমনই সমস্ত বিষয় একত্রিত করে সন্দেহজনক ব্যক্তি সম্পর্কে কর ফাঁকির বিষয়গুলি আয়কর বিভাগের কাছে তুলে ধরা হবে। রিপোর্ট বলছে, কর ফাঁকি দেওয়ার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে এই অভ্যাস রুখতেই কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারস্থ হল আয়কর বিভাগ।

আরওIncome Tax
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join