বিশ্বে প্রথম ড্রাইভারলেস অটো নির্মাণ করল ভারতীয় কোম্পানি! দাম কত?

Published:

Driverless Auto
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা সংস্থা ওমেগা সেকি মবিলিটি (OSM) এবার ইতিহাস লিখে ফেলল। তারা বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে স্বচালিত ইলেকট্রিক তিন চাকার যান (Driverless Auto) আবিষ্কার করেছে, যার নাম স্বয়ংগতি। হ্যাঁ, এরে লাগে না কোনও ড্রাইভার, নিজে থেকেই চলবে এই তিন চাকার অটো রিক্সা। জানা যাচ্ছে, প্যাসেঞ্জার ভার্সনটির দাম শুরু হচ্ছে মাত্র 4 লক্ষ টাকা থেকে আর কার্গো ভার্সন খুব শীঘ্রই বাজারে আসবে, যার দাম 4.15 লক্ষ টাকা। এমনকি ইতিমধ্যেই এর বুকিং শুরু হয়ে গিয়েছে।

কী বৈশিষ্ট্য রয়েছে এই তিন চাকার যানের?

স্বচালিত প্রযুক্তির এই অটোরিক্সা মূলত সংকীর্ণ ও নিয়ন্ত্রিত পরিবেশে স্বল্প দূরত্বের যাত্রী পরিবহনের জন্যই চালু করা। আর এর মধ্যে রয়েছে AI ভিত্তিক অটোনমি সিস্টেম, Lidar, GPS, মাল্টি-সেন্সর ন্যাভিগেশন প্রযুক্তি এবং দূর থেকে নিরাপত্তা নিয়ন্ত্রণের সুবিধা। জানা গিয়েছে, প্রতি চার্জে এটি 120 কিলোমিটার চলতে পারবে। তবে এর গতি খুব বেশি না। তবে ঘনবসতিপূর্ণ এলাকা ও সংকীর্ণ রাস্তায় সহজে চলাচল করতে পারবে।

হয়েছে পাইলট পরীক্ষা

এই তিন চাকার যানটি সম্প্রতি 3 কিলোমিটার দূরত্বের পাইলট ট্রায়াল সম্পন্ন করেছে। আর এই রুটে সাতটি স্টপ ছিল, যেখানে যানবাহন ও কোনও মানুষের সহায়তা ছাড়াই যাত্রা সম্পন্ন করেছে এটি। এদিকে সংস্থা জানিয়েছে, এই তিন চাকার যানটি ভারতীয় পরিবেশের জন্যই বিশেষভাবে ডিজাইন করা। এটি ঘনবসতিপূর্ণ এলাকা কিংবা স্মার্ট সিটি বা শিল্পাঞ্চল ও বড় ক্যাম্পাসেও ব্যবহার করা যাবে। পাশাপাশি ইলেকট্রিক হওয়ায় কোনওরকম দূষণ হবে না।

আরও পড়ুনঃ রেল লাইনের উপর দিয়ে বইছে জল, বানভাসি উত্তরবঙ্গে বাতিল একাধিক ট্রেন

সবথেকে বড় ব্যাপার, এই অটো রিক্সার রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম এবং চলাচলের খরচ তো নেই বললেই চলে। আর এর সাইজও খুব বড় নয়, যা সংকীর্ণ এলাকার মধ্যে সহজে চলাচল করতে পারবে। জানা যাচ্ছে, কোম্পানিটি আগামী 24 মাসে 1500 ইউনিট এই স্বচালিত ইভি বাজারে ছাড়ার পরিকল্পনা গ্রহণ করেছে। আর এই প্রযুক্তির সহজলভ্য সংস্করণ শুধুমাত্র বড় শহরের জন্য নয়, বরং টিয়ার 2 ও টিয়ার 3 শহরের ক্ষেত্রেও প্রভাব রাখবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join