Wipro ও IISc এর যৌথ প্রচেষ্টায় তৈরি হল ভারতের প্রথম ড্রাইভারলেস কার! কবে নামছে রাস্তায়?

Published:

Driverless Car
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মুকুটে নয়া পালক। এবার দেশীয়ভাবেই তৈরি হল সম্পূর্ণ চালকবিহীন গাড়ি (Driverless Car)। হ্যাঁ, বেঙ্গালুরুতে উইপ্রো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং আরভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর যৌথ উদ্যোগেই এই ড্রাইভারলেস কার WIRIN তুলে ধরা হয়েছে। এমনকি চালকবিহীন ওই গাড়ির ভেতরে বসে থাকা একটি 28 সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে উদগ্রীব হয়ে পড়েছে আমজনতা।

ভারতের বাজারে প্রথম চালকবিহীন গাড়ি

জানা যাচ্ছে, গত 27 অক্টোবর আরভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এ প্রথম এই চালকবিহীন গাড়িটির প্রোটোটাইপ উন্মোচন করা হয়েছে। আর এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন উইপ্রোর অটোনোমাস সিস্টেমস অ্যান্ড রোবোটিক্সের গ্লোবাল হেড রামচন্দ্র বুধিহাল। বলাবাহুল্য, 2019 সালে IISc এবং উইপ্রো মিলিয়ে একটি প্রোটোটাইপ চালকবিহীন গাড়ি তৈরির জন্য হাতে হাত মিলিয়ে ছিল। তবে এরপর তারা আরভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত হয়েই সেই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল।

বেঙ্গালুরর ওই ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে গাড়িটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে। উল্লেখ্য, উইপ্রো, IISc এর মধ্যে এক সমঝোতা স্মারকের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে এই গাড়ি। আর এর মূল বৈশিষ্ট্য হল স্বয়ংক্রিয় সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এবং সাইবার সিকিউরিটি ও স্মার্ট উপকরণ।

জাতীয় সড়কে কবে আসছে এই গাড়ি?

বর্তমানে এই গাড়িটি টেস্টিং পর্যায়ে রয়েছে। দেশীয় যানবাহন নিয়ে কাজ করা একটি দল ইতিমধ্যেই সিস্টেমটি সড়কে নামানোর লক্ষ্যে কাজ করছে। তবে বেশ কিছু চ্যালেঞ্জও দেখা যাচ্ছে। যদিও চ্যালেঞ্জ সত্ত্বেও হয়তো আগামী মাসগুলোতে সম্পূর্ণরূপে উন্নত প্রযুক্তির মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসতে পারে। এমনকি সংস্থা চাইছে, পুঙ্খানুপুঙ্খভাবে ম্যাপিং বিশ্লেষণ করতে, যাতে গাড়িটি নিরাপদ এবং মসৃণভাবেই জনসাধারণের মধ্যে চলতে পারে।

আরও পড়ুনঃ নাম ছিল না ২০০২-র ভোটার তালিকায়, SIR আতঙ্কে আত্মহত্যা বীরভূমের বছর ৯৫ এর বৃদ্ধর

উল্লেখ্য, আইআইটি হায়দ্রাবাদ কৃষি এবং খনিজের মতো শিল্প অফ রোড ব্যবহারের ক্ষেত্রেও চালকবিহীন যানবাহন তৈরি করছে। যার প্রোটোটাইপ ইতিমধ্যে ক্যাম্পাসে যাত্রী বহন করছে। আর গোটা বিশ্বে টেসলার মতো অটো মেজররা রাইড হেলিং পরিষেবার জন্য চালকবিহীন প্রযুক্তির উপর নির্ভর করছে। এখন শুধু এই গাড়ি রাস্তায় নামার পালা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join