পার্থ সারথি মান্না, কলকাতাঃ নতুন গাড়ি নিয়ে অনেকেরই বেশ কিছু প্রত্যাশা থাকে। দেখতে সুন্দর হবে, একেবারে ইউনিক স্টাইলের হবে, এর সাথে যেটা খেয়াল রাখতে হয় সেটা হল মাইলেজ। কারণ যে হারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে তাতে গাড়ি চালানোর খরচ হু হু করে বাড়ছে। সেই কারণে অনেকে ইলেকট্রিক গাড়ি (Electric Vehicle) নেওয়া বেশি পছন্দ করেন। তবে এবার তার থেকেও ভালো, ভারতের প্রথম সোলার গাড়ি আসতে চলেছে বাজারে।
ভারতের প্রথম সোলার গাড়ি | India’s First Solar Car
হ্যাঁ ঠিকই দেখছেন, সূর্যের আলোতেই চলবে গাড়ি। সম্প্রতি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫ (Bharat Mobility Global Expo 2025) এ দেখা গেল এমনই একটু গাড়ি। তাও আবার একটা বা দুটো নয় তিনটি মডেলে পাওয়া যাবে গাড়িটি। আসলে Vayve Mobility এর তৈরী এই গাড়িগুলি ইলেকট্রিক গাড়ি যা গাড়িতেই লাগানো সোলার প্যানেলের দ্বারা চার্জ হতে সক্ষম।
এক চার্জেই ২৫০ কিমি চলবে EVA
শনিবার ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে ‘EVA’ লঞ্চ করা হয়েছে। যার সবচেয়ে বেসিক মডেলটি হল নোভা, এতে 9kWh এর ব্যাটারি থাকবে। এছাড়া স্টেলা মডেলটিতে 12.6 kWh ও ভেগা মডেলটিতে 18.2 kWh ব্যাটারি থাকবে। জানলে অবাক হবেন এই গাড়ির দাম শুরু হবে বুলেটের। একবার ফুল চার্জ দিলে এই গাড়ি ২৫০ কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। অর্থাৎ মাত্র ৫০ পয়সা খরচেই এক কিলোমিটার চলবে গাড়িটি।
এক্সপোতে গাড়িটির প্রসঙ্গে বলতে গিয়ে Vayve Mobility এর তরফ থেকে নিতেশ বাজাজ জানান, ইভা শুধুমাত্র গাড়ি নয়। এটা গাড়ি ও ইলেকট্রিক জগতে একটা বিপ্লব। এটা নতুন ভারত তথা আবিষ্কার ও সাস্টেনেবিলিটির প্রতি আমাদের প্রতিশ্রুতিকে প্রমাণ করে।
Vayve Mobility এর তরফ থেকে চিফ টেকনোলজি অফিসার সৌরভ জানান, দীর্ঘ কয়েক বছরের রিসার্চের পরেই সোলার প্যানেল ও ইলেকট্রিক মোটরের এই পারফেক্ট সমন্বয় তৈরী হয়েছে। যেটা গাড়িটার ক্ষমতার সাথে কোনো কম্প্রোমাইজ না করেই দুর্দান্ত মাইলেজ দিতে সক্ষম। অবশ্য এর জন্য উন্নত হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের গুরুত্বও অপরিসীম।
আরও পড়ুনঃ ‘কিছুজনকে দেওয়া হবে DA’, বড় মন্তব্য রাজ্য সরকারি কর্মীর
কত দাম হবে সোলার গাড়ির? | Price of Solar Car
যেমনটা জানা যাচ্ছে, EVA এর বেস মডেলটির এক্স শোরুম দাম শুরু হবে মাত্র ৩.২৫ লাখ টাকা থেকে। যেটা সর্বোচ্চ মডেলের জন্য ৬ লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে। এই মাস থেকেই গাড়ির প্রি বুকিং শুরু করে দেওয়া হবে। আশা করা হচ্ছে ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকেই গাড়িটি কমার্শিয়ালভাবে প্রস্তুত করার জন্য তৈরী হয়ে যাবে ও তারপরেই গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবে।