বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বাজারে পা রাখল নামজাদা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Infnix-র Hot 60 5G Plus মডেলটি। শুক্রবার দুপুরে দেশের বাজারে পাকাপাকিভাবে পাড়ি জমিয়েছে এই বহু প্রতীক্ষিত স্মার্টফোনটি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতের বাজারে খালি হাতে আসেনি এই স্মার্টফোন, সাথে নিয়ে এসেছে ভুরি ভুরি অত্যাধুনিক বৈশিষ্ট্য। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় এর UltraLink কানেক্টিভিটি।
হ্যাঁ, এই প্রযুক্তির দৌলতে নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ভয়েস কল। আসলে ব্লুটুথ ভয়েস কল সাপোর্ট রয়েছে এই স্মার্টফোনটিতে। বাকি ফিচার্স এবং দামের জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Infinix Hot 60 5G Plus স্মার্টফোনটির স্পেসিফিকেশন
প্রথমেই বলে রাখি, ভারতের বাজারে পা রাখা Infinix Hot 60 5G Plus নয়া স্মার্টফোনটি মূলত স্পিড ও মাল্টিটাস্টিংয়ের কথা ভেবেই তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে এর প্রসেসর যে দুর্দান্ত হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। সংস্থা এই ফোনটিতে, MediaTek Dimensity 7020 প্রসেসর রেখেছে। পাশাপাশি এর An TuTu স্কোর 5 লক্ষেরও বেশি।
এ তো গেল প্রসেসরের প্রসঙ্গ। এবার আসা যাক ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে। বলে রাখি, Infinix তাদের এই নতুন মডেলটিতে 6.7 ইঞ্চির HD+; রেজোলিউশনের ডিসপ্লে দিয়েছে। যার রিফ্রেশ রেট 120Hz। একই সাথে এই দুর্দান্ত স্মার্টফোনটিতে রয়েছে 5200mAh এর একটি শক্তিশালী ব্যাটারি।
স্মার্টফোনটির ক্যামেরা প্রসঙ্গে কথা বলতে হলে, এতে রয়েছে 50MP এর মেইন সেন্সর, অ্যাডিশনাল সেকেন্ডারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাআপ। তবে সেলফির জন্য রয়েছে 8MP ফ্রন্ট শুটার ক্যামেরা। এছাড়াও দুর্দান্ত ডিজাইনের পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, 3.5mm হেডফোন জ্যাক, আপগ্রেডেড ব্লুটুথ, 18W চার্জিং সাপোর্ট সহ একাধিক সুবিধা রয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই স্মার্টফোনটিতে UltraLink কানেক্টিটির সাপোর্ট রয়েছে। যার সাহায্যে ব্যবহারকারী নেটওয়ার্ক ছাড়াই শুধুমাত্র ব্লুটুথের মাধ্যমে ভয়েস কল করতে পারবেন।
অবশ্যই পড়ুন: ১৫ জুলাই থেকে Youtube থেকে আয় আরও কঠিন! ১০ বছরের পুরনো ফিচার বন্ধ করছে Google
Infinix Hot 60 5G Plus স্মার্টফোনটির দাম
সদ্য ভারতের বাজারে লঞ্চ হওয়া Infinix Hot 60 5G Plus স্মার্টফোনটি মূলত 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে বিক্রি হচ্ছে। তবে এর সাথেই 2TB পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমোরি সাপোর্ট পেয়ে যাবেন ব্যবহারকারী। স্মার্টফোনটি যেহেতু মধ্যবিত্তের পকেটের কথা মাথায় রেখে লঞ্চ করা হয়েছে, তাই এটি কিনতে আপনার খরচ পড়বে 10,499 টাকা। বলা বাহুল্য, স্লিক ব্ল্যাক, টুন্ড্রা গ্রিন এবং শ্যাডো ব্লু এই তিন কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Infinix Hot 60 5G Plus।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |