বিদ্যুৎ বিল শূন্য! ছাদে এই গিজার লাগালেই গোটা শীতকালে মিলবে গরম জল

Published:

Solar Geyser
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: গরম গড়িয়ে পড়েছে শীতের আমেজ। তবে শীতকালে গিজার ব্যবহারের বিদ্যুতের বিল নিয়ে কি আপনি চিন্তা করছেন? তাহলে সেই চিন্তার দিন শেষ। কারণ, বাজারে এমন একটি গিজার রয়েছে যা ইনস্টল করলে বিদ্যুতের বিল নিয়ে আর কোনও চিন্তাই করতে হবে না। গোটা শীতকাল ধরেই দেবে গরম জল। হ্যাঁ, আমরা বলছি সোলার গিজারের (Solar Geyser) কথা। এর মাধ্যমে আপনি বিনা খরচেই বছরের পর বছর ধরে গরম জল পাবেন। চলুন জেনে নেওয়া যাক, এই সোলার গিজার ইনস্টলেশন পদ্ধতি এবং খরচ সম্পর্কে তথ্য।

সোলার গিজারের দাম কত?

সোলার গিজার সাধারণত সূর্যের আলো ব্যবহার করে জল গরম করে। এতে বিদ্যুৎ কিংবা গ্যাস, কিছুই লাগে না। ফলত এটি আপনাকে এক পয়সাও খরচ না করিয়েই বছরের পর বছর ধরে পরিষেবা দেবে। তবে সোলার গিজারের দাম মূলত জল ধারণের ক্ষমতা আর ব্র্যান্ডের উপরে নির্ভর করে। মোটামুটি একটি 100 লিটারের সোলার গিজার 10 হাজার টাকা থেকে 15 হাজার টাকার মধ্যে হয়ে যায়। তবে আপনি যদি চান, তাহলে 35 থেকে 40 হাজার টাকায় ভালো মানের একটি গিজার কিনে নিতে পারেন।

একবার ইন্সটল করলেই হাজার হাজার টাকা সাশ্রয়

যেহেতু সোলার গিজার জল গরম করার জন্য সরাসরি সূর্যের আলো ব্যবহার করে, তাই এর জন্য আপনার পকেট থেকে এক টাকাও বিদ্যুতের বিলের জন্য খরচ করতে হবে না। একটি সাধারণ বৈদ্যুতিক গিজার প্রতিদিন প্রায় ৩ ইউনিট করে বিদ্যুৎ ব্যবহার করে। সেই হিসেবে 1 ইউনিটের দাম 8 টাকাও ধরলে দৈনিক আপনার 24 টাকা করে খরচ হবে। ফলত মাসিক খরচ দাঁড়াবে 720 টাকা। তবে সোলার গিজার লাগালে কোনও খরচ করতে হবে না। এমনকি আপনি NRE অর্থাৎ জাতীয় নাগরিক নিবন্ধিত কোনও ব্রান্ডের সোলার গিজার কিনলে সরকারি ভর্তুগিও পাবেন। আর একটি 10 লিটার গিজারে মোটামুটি 12,000 টাকা পর্যন্ত ভর্তুকি মেলে।

কীভাবে সোলার গিজার ইন্সটল করবেন?

সোলার গিজার ইন্সটল করার পদ্ধতিও মোটামুটি সহজ। সাধারণত ছাদের দক্ষিণ দিকে এটিকে লাগাতে হয়, যাতে সারাদিন ধরে সূর্যের আলো পাওয়া যায়। আর এটি ইন্সটল করার জন্য কোনও বিদ্যুৎ সংযোগ বা গ্যাসের সংযোগ প্রয়োজন হয় না। এমনকি সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে সোলার গিজার ইনস্টলেশন করতে। আর সঠিকভাবে একবার ইন্সটল করতে পারলে হামেশাই 15 বছর পর্যন্ত কোনও রক্ষণাবেক্ষণ ছাড়া এটি ব্যবহার করা যায়।

আরও পড়ুনঃ হামাসের থেকে বাঁচান অনেককে, দু’বছর পর ইজরায়েলে ফিরল তাঁর মৃতদেহ! কে এই বিপিন জোশি?

উল্লেখ করার বিষয়, যাদের ছাদ বা খোলা জায়গা নেই, তাদের জন্য এই গিজার কোনও কাজে আসবে না। তাছাড়া যদি আপনার ছাদে সূর্যালোক সেরকম না পড়ে, তাহলেও এটি কিনে কোনও লাভ হবে না। তাই যদি আপনিও বিনা খরচে গোটা শীতকাল ধরে গরম জলের সুবিধা পেতে চান, তাহলে আজই কিনে ফেলুন একটি সোলার গিজার এবং সাশ্রয় করুন হাজার হাজার টাকা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join