Indiahood-nabobarsho

আরও দ্রুত হবে কাজ, UPI লেনদেনে আসছে বিরাট পরিবর্তন! বিজ্ঞপ্তি জারি সরকারের

Published on:

UPI Payment

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি ইউপিআই বা অনলাইন পেমেন্ট (UPI Payment) ব্যবহার করেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। হ্যাঁ, এবার আর 30 সেকেন্ড নয়, মাত্র 15 সেকেন্ডেই পৌঁছে যাবে টাকা! ডিজিটাল লেনদেনে ভারতের সব থেকে ভরসার জায়গা হল ইউপিআই। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আর এই মুহূর্ত দেশের প্রায় কোটি কোটি মানুষ ইউপিআই ব্যবহার করছে। এ কারণেই সাধারণ গ্রাহকদের কথা মাথায় রেখে ইউপিআই এর গতি বাড়াতে এই বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া।

সম্প্রতি এনপিসিআই একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, 2025-এর 26জুন থেকে ইউপিআইতে টাকা পাঠানো বা গ্রহণের সময়সীমা 30 সেকেন্ড থেকে কমিয়ে এবার 15 সেকেন্ড করা হচ্ছে। অর্থাৎ, ভবিষ্যতে যদি কেউ আপনাকে টাকা পাঠায় বা আপনি যদি টাকা পাঠাতে যান, তাহলে চোখের পলক ফেলার আগেই কমপ্লিট হয়ে যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেন এই পরিবর্তন?

আসলে গত কয়েক মাস ধরে ইউপিআইতে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা দেখা যাচ্ছিল। অনেক সময় লেনদেন সফল হলেও তা অ্যাকাউন্টে শো হতে 30 সেকেন্ড বা তার বেশি সময় লাগছিল। ফলে গ্রাহকদের মধ্যে সৃষ্টি হচ্ছিল হয়রানি। 

আর এই পরিস্থিতিতে ইউপিআই সিস্টেমকে আরও প্রযুক্তিগত উন্নয়নের দিকে নিয়ে যেতে এই বড়সড় পরিবর্তন আনা হয়েছে। সুত্রের খবর, শুধু লেনদেনের সময়সীমা নয়, বরং গ্রাহক বা প্রেরকের ঠিকানা যাচাই করার সময়ও কমিয়ে আনা হয়েছে এবার 15 সেকেন্ড থেকে 10 সেকেন্ডে।

এনপিসিআই-র কড়া নির্দেশ

এনপিসিআই এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই দ্রুতগতির পরিষেবা কার্যকর করতে সমস্ত ব্যাঙ্ক এবং পেমেন্ট গেটওয়েগুলিকে সমানভাবে সাহায্য করতে হবে। এমনকি তাদের সফটওয়্যার ও সার্ভারে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তনও আনতে হবে। 

আরও পড়ুনঃ বাণিজ্যের ইতি দুই দেশের! পাকিস্তান থেকে ভারতে কী কী আমদানি ও রপ্তানি হয়? দেখুন তালিকা

প্রসঙ্গত, 12 এপ্রিল এক্স-হ্যান্ডেলের একটি বিবৃতিতে এনপিসিআই জানিয়েছিল, সাম্প্রতিক সময়ে কিছু কিছু ক্ষেত্রে ইউপিআই লেনদেন আংশিকভাবে ফেল হয়ে যাচ্ছিল। প্রযুক্তিগতির কারণে লেনদেনের সংখ্যাও কিছুটা কমে আসে। 2024 সালের এপ্রিল মাসে ইউপিআই লেনদেন কমে দাঁড়ায় 1789 কোটি টাকায়, যা আগের মাসের তুলনায় প্রায় 2% কম। আর সেই সূত্র ধরেই এনপিসিআই-র এই বড়সড় পদক্ষেপ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group