সৌভিক মুখার্জী, কলকাতা: সদ্য লাঞ্চ হয়েছে iPhone 17 সিরিজ। তবে এই ফ্ল্যাগশিপ iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max নিয়ে অনেকে বিপাকে পড়ছে। আসলে এবারের iPhone তাদের অরেঞ্জ রংয়ের ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। তবে ব্যবহারকারীরা অভিযোগ করছে যে, তাদের কমলা রংয়ের ফোন ধীরে ধীরে গোলাপি রংয়ে পরিণত হয়ে যাচ্ছে! ফলত 1.5 লক্ষ টাকার বেশি খরচ করে যারা এই ফোনগুলো কিনছে, তারা স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করছে। তাই গত কয়েকদিন ধরে রেডডিট থেকে শুরু করে টুইটারে একের পর এক অভিযোগ সামনে আসছে।
আসলে বিতর্কের সূত্রপাত হয় রেডডিটে DakAttack316 নামের এক ব্যবহারকারীর পোস্টকে কেন্দ্র করে। তিনি জানিয়েছিলেন, iPhone 17 Pro Max এর কমলা রংয়ের ফোনটি কোনও কারণ ছাড়াই গোলাপি হয়ে যাচ্ছে। এরপরই বেশ কয়েকজন ব্যবহারকারী একই রকমের অভিজ্ঞতা শেয়ার করেন। তাদের বেশিরভাগই লিখছেন যে, ফোনের কাঁচের ব্যাকপ্যানেল তো ঠিকই আছে। কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম বা ক্যামেরা প্লেটের রং ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করছে। এমনকি মাত্র চার দিন ব্যবহারের পরেই ক্যামেরার অংশটি ফোনের বডির অন্যান্য অংশের তুলনায় গাঢ় দেখাচ্ছিল।
Another iPhone 17 Pro Max’s camera bump is slowly changing colour.
Apple has a real issue here. pic.twitter.com/OwAot4vTDV— I Hate Apple (@iHateApplee) October 21, 2025
কেন এই রংয়ের পরিবর্তন?
আসলে বিশেষজ্ঞরা মনে করছে, এর কারণ মূলত হাইড্রোজেন পারঅক্সাইড বা তীব্র রশ্মির সংস্পর্শ। কারণ, অ্যাপলের ওয়েবসাইটে স্পষ্টভাবেই লেখা রয়েছে যে, হাইড্রোজেন পারঅক্সাইড বা ব্লিচযুক্ত ক্লিনার দিয়ে আইফোন কোনওভাবেই পরিষ্কার করা উচিত নয়। কোম্পানি বলছে, আপনি 70% আইসো প্রোফাইল অ্যালকোহল বা ক্লোরক্স ওয়াইপ দিয়ে আইফোন আলতো করে মুছতে পারেন। তবে যে কোনও ধরনের ব্লিচ বা পাওয়ারঅক্সাইড জাতীয় পণ্যের সংস্পর্শে আনা এড়িয়ে চলুন।
যদিও এখনও পর্যন্ত Apple এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। তবে বেশ কিছু ব্যবহারকারী বলছে, কোম্পানি হয়তো খুব শীঘ্রই এই সমস্যা সমাধান করবে। পাশাপাশি বিশেষজ্ঞদের বক্তব্য, এটি আইফোনের অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম আবরণকে প্রভাবিত করছে। আর রঙিন বা চকচকে চেহারার জন্য এই আবরণ রঙিন রঞ্জককে টেনে নিচ্ছে। ফলত, যখন ইউবি রশ্মি রাসায়নিক বিক্রিয়ার সংস্পর্শে আসছে তখনই ওই রঞ্জকটি ভেঙে যাচ্ছে আর কমলা রং ধীরে ধীরে গোলাপি বা গোলাপি সোনালীতে পরিণত হচ্ছে।
আরও পড়ুনঃ উৎসবের মরসুম কাটতেই দেশজুড়ে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতার রেট কত জানুন
তবে সবথেকে মজার ব্যাপার, এই সমস্যা শুধুমাত্র অ্যাপেলের কসমিক অরেঞ্জ ভ্যারিয়েন্টেই দেখা যাচ্ছে। অন্যান্য iPhone 17 Pro বা iPhone 17 Pro Max এর পুরনো রং বা টাইটেনিয়াম গ্লাস ফিনিশে এই ধরনের কোনও অভিযোগ এখনও পর্যন্ত সামনে আসেনি। বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য ভ্যারিয়েন্টগুলিতে কোনওরকম রঞ্জক পদার্থ থাকে না। সে কারণেই রাসায়নিক বিক্রিয়া দ্বারা তা প্রভাবিত হয় না।












