সৌভিক মুখার্জী, কলকাতা: লো বাজেটের ফোন নিয়ে চমক দিচ্ছে এবার লাভা। ভারতের বাজারে খুব শীঘ্রই Lava Shark 2 নামের একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এই কোম্পানি। আর এটি হবে Lava Shark 5G-র আপগ্রেড ভার্সন। উল্লেখ্য, লঞ্চের আগে কোম্পানি ফোনটির ডিজাইন ও দুটি রঙের ভ্যারিয়েন্ট প্রকাশ্যে এনেছে। আর লাভার নতুন এই ফোনটি দেখতে অনেকটা আইফোনের মতোই। পাশাপাশি ডিজাইনের সম্পূর্ণ Lava Bold N1 Pro 5G-এর সঙ্গে মিল রয়েছে।
Lava Shark 2-র সম্ভাব্য স্পেসিফিকেশন
প্রসঙ্গত, এই কোম্পানি সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ফোনের দুটি রং দেখিয়েছে। রংগুলি হল কালো এবং সিলভার। যদিই এখনও পর্যন্ত অফিসিয়াল নাম ঠিক করা হয়নি। তবে ফোনের ফ্রেমে সম্ভবত ব্যাক প্যানেলের সঙ্গে মিল থাকতে পারে। আর পিছনের প্যানেল চকমকে ডিজাইন থাকবে। পাশাপাশি বামদিকে উপরের কোণে স্কোয়ার ক্যামেরা থাকবে। আর নীচে লাভার ব্র্যান্ডিং থাকতে পারে।
ওই টিজারে দেখা গিয়েছে, ফোনের সিম স্লটটি বাম পাশে আর পাওয়ার ও ভলিউম বাটন ডান পাশেই রয়েছে। ফোনের নীচের দিকে একটি স্পিকার গ্রিল রয়েছে, আর3.5mm হেডফোন জ্যাক এবং USB Type-C পোর্ট রয়েছে।
Design that slays norms.
Clarity that kills the noise.#Shark2 #LavaMobiles #ComingSoon pic.twitter.com/nvqkjMiwg3— Lava Mobiles (@LavaMobile) October 6, 2025
ক্যামেরাতে চমক
জানা যাচ্ছে, Lava Shark 2 ফোনটিতে 50MP AI ত্রিপল রেয়ার ক্যামেরা থাকবে। আর ক্যামেরা আইল্যান্ডে তিনটি সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ থাকবে। কারণ টিজারের ক্যপশনে লেখা রয়েছে “50MP AI Camera।” ফলে সামনের দিকেও AI সাপোর্টেড উন্নত ভালো ক্যামেরা থাকতে পারে।
আরও পড়ুনঃ যমুনার ধারে রেলব্রিজের কাছে যুবকের মুখ থেঁতলানো দেহ! নৃশংস খুন গোবরডাঙায়
প্রসঙ্গত জানিয়ে রাখি, কিছু ফিচার আগের Lava Shark 5G-র মতোই থাকছে। আর আগের মডেলগুলোতে 6.75 ইঞ্চি HD+ ডিসপ্লে ছিল, যার রিফ্রেশ রেট 90Hz। পাশাপাশি প্রসেসর হিসেবে Unisoc T765 চিপসেট এবং 4GB RAM ও 64GB স্টোরেজ ছিল। তবে নতুন Lava Shark 2 ফোনটিতে সম্ভবত এই স্পেসিফিকেশনগুলির মধ্যে অনেকটাই মিল থাকতে পারে। এখন শুধু এই ফোনটি লঞ্চ হওয়ার অপেক্ষা।