সৌভিক মুখার্জী, কলকাতা: যারা গেম খেলতে ভালবাসেন কিংবা এডিটিং করেন, তাদের জন্য দারুণ সুখবর আনল iQOO! হ্যাঁ, জনপ্রিয় এই চায়না ব্র্যান্ড Z10 Turbo সিরিজে যুক্ত করতে চলেছে আরো একটি পাওয়ারফুল মডেল iQOO Z10 Turbo+। সম্প্রতি Weibo-এর অফিসিয়াল সাইটে টিজার প্রকাশ করেছে এই কোম্পানি, যেখানে ব্যাটারি আর প্রসেসর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে।
এক চার্জেই সারাদিন
স্মার্টফোন ব্যবহারকারীরা সবসময় চায়, ব্যাটারি ব্যাকআপ যেন বেশি পাওয়া যায়। আর এখানেই চমক দিচ্ছে iQOO। কারণ iQOO Z10 Turbo+ ফোনটি এবার সেই দুশ্চিন্তা দূর করছে। এই ফোনে থাকছে আট হাজার 8000mAh-এর এক বিশাল ব্যাটারি, যা একবার চার্জ দিলে অনায়াসে সারাদিন চালানো যাবে।
এমনকি সঙ্গে থাকছে 90W ফার্স্ট চার্জিং। ফলে অল্প সময়ের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে। যারা গেমিং বা স্ট্রিমিং করেন, তাদের জন্য এটি হতে চলেছে একেবারে সেরা বিকল্প। আর একটানা হেভি ইউজ করলেও এই ফোনে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে না।
প্রসেসর ও পারফরম্যান্সে চমক
টিজার থেকে জানা গিয়েছে যে, এই ফোনে MediaTek Dimensity 9400+ প্রসেসর দেওয়া হচ্ছে। এর ফলে মাল্টি টাস্কিং, গেমিং, হাই রেজোলিউশনের ভিডিও কিংবা এডিটিং, কোনোরকম সমস্যা হবে না। এমনকি এই ফোন Android 15 অপারেটিং সিস্টেমের উপরেই চলবে, যার সঙ্গে 16GB RAM দেওয়া থাকছে। আর এই ফোন সিঙ্গেল কোর টেস্টে স্কোর পেয়েছে 2196 এবং মাল্টি কোর স্কোর দাঁড়িয়েছে 8907। ফলে প্রিমিয়াম পারফরম্যান্সের ফোনের তালিকাতেই থাকছে iQOO Z10 Turbo+।
iQOO Z10 Turbo Plus
• Dimensity 9400+
• 8000mAH
• 1.5K Flat Amoled Display
• 50MP OIS MainLaunch In August pic.twitter.com/rZ8biW82xq
— Sufiyan Technology (@RealSufiyanKhan) July 28, 2025
ডিসপ্লে এবং ভিউইং এক্সপেরিয়েন্স
জানা গিয়েছে, এই ফোনে থাকবে 6.78 ইঞ্চির একটি বিশাল AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন থাকবে 1.5K এবং রিফ্রেশ রেট 144Hz। এর ফলে গেমিং কিংবা ভিডিও স্ট্রিমিং বা এডিটিং, সবকিছুই হবে একেবারে স্মুথভাবে, আর গ্রাফিক্স নিয়ে তো কোনও অভিযোগ করার সুযোগ থাকবে না।
আরও পড়ুনঃ কেরালার নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড পুরোপুরি বাতিল? ঘোষণা নিয়ে দ্বিধায় গোটা ভারত
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই ফোনে থাকতে পারে একটি 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং সঙ্গে থাকবে একটি 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা। উল্লেখ্য, সেলফির জন্য দেওয়া হবে 16MP ফ্রন্ট ক্যামেরা। তাই যারা ফটোগ্রাফি ভালোবাসেন, তাদের জন্য এটি হতে চলেছে সেরা বিকল্প।
প্রসঙ্গত জানিয়ে রাখি, iQOO Z10 Turbo সিরিজ এর আগেই লঞ্চ হয়েছিল। সেক্ষেত্রে Z10 Turbo ফোনটিতে Dimensity 8400 চিপসেট দেওয়া হয়েছিল এবং Z10 Turbo Pro ফোনটিতে Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হচ্ছে। আর দুটি মডেলই ছিল Q1 গেমিং চিপ এবং IP65 ডাস্ট ও স্প্ল্যাশ প্রুফ যুক্ত। তবে যারা হাই পারফরম্যান্সের ফোন খুঁজছেন, তাঁদের জন্য iQOO Z10 Turbo+ হতে চলেছে সোনায় সোহাগা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |