উধাও জনপ্রিয় রিচার্জ প্ল্যান! গ্রাহকদের সাথে গেম খেলছে Jio?

Published:

Jio 799 Recharge Plan Is Not showing on official website popular plan homepage
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্রাহকদের সাথে নতুন গেম খেলছে দেশের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio! বেশিরভাগ ব্যবহারকারীর দাবি, 84 দিনের বৈধতাযুক্ত 1.5GB দৈনিক ডাটা সহ 799 টাকা মূল্যের জনপ্রিয় রিচার্জ প্ল্যানটি (Jio 799 Recharge Plan) ওয়েবসাইটের হোমপেজ থেকে সরিয়ে দিয়েছে Jio। ওই রিচার্জ প্ল্যানের বদলে ওয়েবসাইট এবং অ্যাপের পপুলার প্ল্যান সেকশনে রাখা হয়েছে 899 টাকার 90 দিনের রিচার্জ প্ল্যানটি। অনেকেই বলছেন, সংস্থাটি গ্রাহকদের জোর করে এই প্ল্যান রিচার্জ করানোর জন্যই সস্তার জনপ্রিয় প্ল্যানটিকে লুকিয়ে রেখেছে।

Jio 799 Recharge Plan

 

799 টাকার রিচার্জ প্ল্যান কোথায় রয়েছে?

দেশের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং My Jio অ্যাপের হোম পেজ অর্থাৎ পপুলার প্ল্যান সেকশনে 799 টাকার রিচার্জ প্ল্যানটি রাখেনি। তার বদলে সেটিকে রাখা হয়েছে ভ্যালু সেকশনে। এই প্ল্যানটি রিচার্জ করতে Jio র ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে ভ্যালু সেকশন খুঁজে বের করে, সেখান থেকে অ্যাফোর্ডেবল প্ল্যাকস বিভাগে 799 টাকার রিচার্জ প্ল্যানটি দেখতে পেয়ে যাবেন গ্রাহকরা। সেখান থেকেই ওই প্ল্যান রিচার্জ করে নিতে পারেন। যদিও সস্তা এবং জনপ্রিয় রিচার্জ প্ল্যানটিকে এভাবে লুকিয়ে রাখায় গ্রাহকদের রোষের মুখে পড়েছে জনপ্রিয় সংস্থাটি।

 

Jio 799 Recharge Plan

799 টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে?

বহু আগেই গ্রাহকদের পকেটের কথা চিন্তা করে 799 টাকার রিচার্জ প্ল্যানটি চালু করেছিল আম্বানি সংস্থা। বলে রাখি, 84 দিনের বৈধতাযুক্ত সস্তার এই প্ল্যানে একজন গ্রাহক দৈনিক 1.5 GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি করে SMS সহ 84 দিনের জন্য JioTv এবং JioAICloud এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। তাছাড়াও এই প্ল্যানেই 84 দিনের জন্য বিনামূল্যে JioSAAVN সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন।

 

অবশ্যই পড়ুন: KKR থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত এই তারকাদের! তালিকায় বড় বড় নাম

899 টাকার প্ল্যানে আকর্ষণীয় সব সুবিধা পাবেন গ্রাহক

Jio গ্রাহকদের জন্য যে 899 টাকার রিচার্জ প্ল্যানটি রেখেছে তাতে 90 দিনের বৈধতাযুক্ত দৈনিক 2GB ডেটা সঙ্গে অতিরিক্ত 20 GB ডেটা, দৈনিক 100 SMS, আনলিমিটেড ভয়েস কল সহ JioTv এবং JioAICloud এর তিন মাসের সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। এখানেই শেষ নয়, এই এক প্ল্যানেই 3 মাসের JioHotstar সাবস্ক্রিপশন, JioHome এর 2 মাসের ফ্রি ট্রায়াল ও 18 থেকে 25 বছর বয়সী ইউজারের জন্য 35,100 টাকা মূল্যের গুগল জেমিনি প্রো প্ল্যানের সুবিধা পাওয়া যাচ্ছে তাও 18 মাসের জন্য।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join