কমল বৈধতা! কোটি কোটি গ্রাহকদের বিরাট বিরাট ঝটকা দিল Jio, Airtel, Vi

Published on:

jio airtel vi

সহেলি মিত্র, কলকাতাঃ এবার সাধারণ মানুষকে বিরাট ধাক্কা দিল দেশের বড় বড় টেলিকম কোম্পানিগুলি। Jio, Airtel থেকে শুরু করে Vi-এর সিম ব্যবহারকারীদের জন্য রইল অত্যন্ত খারাপ খবর। বিগত বেশ কিছু সময় ধরে এই কোম্পানিগুলি ক্রমাগত তাদের প্ল্যান পরিবর্তন করে চলেছে। যার কারণে গ্রাহকরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এখন এই তিনটি কোম্পানি তাদের ডেটা ভাউচারের নিয়ম চুপিসারে পরিবর্তন করেছে। এর ফলে নতুন করে চাপ পড়বে ফোন ব্যবহারকারীদের পকেটে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গ্রাহকদের বিরাট ধাক্কা দিল Jio, Airtel, Vi

বিশেষ বিষয় হলো, জিও, যারা এতদিন এই ক্ষেত্রে ব্যবহারকারী-বান্ধব বিকল্প প্রদান করত, এখন তারাও এয়ারটেল এবং ভিআই-এর পথে হাঁটল। আসলে এই তিনটি কোম্পানি তাদের সস্তা ডেটা ভাউচার থেকে সেই সুবিধাটি সরিয়ে দিয়েছে, যা ব্যবহারকারীদের কাছে বিদ্যমান বৈধতা সুবিধা নামে পরিচিত ছিল। এর ফলে কোটি কোটি ব্যবহারকারী সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন।

বিদ্যমান বৈধতার সুবিধা কী ছিল?

আগে, যদি কোনও ব্যবহারকারীর একটি সক্রিয় বেস প্ল্যান (প্রধান রিচার্জ প্ল্যান) থাকে এবং তিনি তার সাথে 1GB বা 2GB ডেটা বুস্টার ভাউচার নিয়ে থাকেন, তাহলে সেই ডেটা যতক্ষণ পর্যন্ত তার মূল প্ল্যানটি বৈধ ছিল ততক্ষণ ব্যবহার করা যেত। উদাহরণ হিসেবে, যদি আপনার ২৮ দিনের জন্য রিচার্জ থাকে এবং আপনি ১০ তম দিনে ১ জিবি ডেটা ভাউচার নিয়ে থাকেন, তাহলে সেই পুরো ভাউচারটি আরও ১৮ দিন স্থায়ী হত। এর অর্থ হল আপনি আগে আপনার টাকা এবং ডেটা উভয়েরই সম্পূর্ণ মূল্য পেতেন। কিন্তু এখন এটি ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। এমন পরিস্থিতিতে, রিচার্জ করার আগে আপনার কাছে সম্পূর্ণ তথ্য থাকা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ মার্কিন সংস্থার কাছে বিক্রি হল সাউথ সিটি মল, কত হাজার কোটিতে?

এখন কী পরিবর্তন হয়েছে?

এখন Jio, Airtel এবং Vi এই তিনটি কোম্পানিই তাদের ডেটা ভাউচারে স্বল্প মেয়াদ অর্থাৎ মাত্র ১ দিন বা কয়েক ঘন্টার মেয়াদ দিচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা দুটি বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন- যেমন ডেটা শেষ না হলেও বৈধতার মেয়াদ শেষ হয়ে যায়, ঘন ঘন রিচার্জ করতে হয়। এখন যদি কারো মাত্র ২০০-৩০০ এমবি ডেটার প্রয়োজন হয়, তাহলে তাকে ১ জিবি ভাউচার কিনতে হবে এবং তাও কেবল একদিনের জন্য। পরের বার যদি তার এটির প্রয়োজন হয়, তাহলে ব্যবহারকারীদের আবার একই খরচ বহন করতে হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥