সহেলি মিত্র, কলকাতা: মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য রইল খারাপ খবর। শীঘ্রই আরও একবার ব্যয়বহুল হতে পারে ফোন রিচার্জ। তাও কিনা এবার এই টাকা বাড়তে পারে ১০ থেকে ১২% অবধি। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। জানা গিয়েছে, ভারতের প্রথম সারির দুই টেলিকম সংস্থা Jio এবং Airtel- এর মতো টেলিকম অপারেটররা বছরের শেষ নাগাদ ১০-১২% ট্যারিফ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এবার লক্ষ্য থাকবে মাঝারি এবং উচ্চ ব্যবহারকারীদের।
নতুন মাস থেকে ফোন রিচার্জ আরও ব্যয়বহুল!
আসলে মে মাসে মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় অসাধারণ বৃদ্ধি ঘটেছে, যার ফলে কোম্পানিগুলি আত্মবিশ্বাসী হয়েছে যে গ্রাহকরা এখন ব্যয়বহুল প্ল্যানও নিতে পারবেন। তবে, এবার এই বৃদ্ধি সেই ব্যবহারকারীদের বেশি ক্ষতি করবে যারা একটু কম টাকার রিচার্জ করতে পছন্দ করেন।
শুল্ক বৃদ্ধির এই পরিকল্পনা কোনও কারণ ছাড়াই হচ্ছে না। ২০২৫ সালের মে মাসে, ভারতে প্রায় ৭৪ লক্ষ নতুন সক্রিয় মোবাইল ব্যবহারকারী যুক্ত হয়েছিল, যার ফলে দেশে মোট সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১.০৮ বিলিয়নে পৌঁছে যায়। রিলায়েন্স জিও একাই ৫৫ লক্ষ ব্যবহারকারী এবং এয়ারটেল ১.৩ মিলিয়ন ব্যবহারকারী যুক্ত করেছিল, যা উভয়েরই বাজার অংশীদারিত্বকে শক্তিশালী করতে সাহায্য করেছে।
বিরাট সিদ্ধান্ত নিতে পারে Jio, Airtel
টেলিকম শিল্প অবশ্যই ১০-১২% হ্রাসের দিকে এগিয়ে যাচ্ছে, তবে এবার এটি কেবল বেস প্ল্যানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। শেষবার ২০২৪ সালের জুলাই মাসে দাম বাড়ানো হয়েছিল, বেসিক প্ল্যানের দাম ১১-২৩% বৃদ্ধি পেয়েছে। এবার কোম্পানিগুলি মধ্য এবং উচ্চ পরিসরের প্ল্যান ব্যবহারকারীদের লক্ষ্য করবে, যাতে রাজস্ব বৃদ্ধি করা যায়, তবে অনেক গ্রাহক না হারিয়ে।
বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এখন ডেটা গতি, সময় বা ডেটা ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন দামের প্ল্যান চালু করা যেতে পারে। অর্থাৎ, যারা কম ডেটা ব্যবহার করেন বা যারা গভীর রাতে এটি ব্যবহার করেন তারা বিভিন্ন শুল্ক পেতে পারেন। এর ফলে গ্রাহকরা কেবল তাদের চাহিদা অনুসারে একটি প্ল্যান বেছে নিতে পারবেন। শুধু তাই নয়, এখন গ্রাহক যোগ করার গতি নির্ভর করবে 5G পরিষেবা কত দ্রুত এবং কতটা ভালোভাবে প্রদান করা হচ্ছে তার উপর। ভোডাফোন আইডিয়ার অবস্থা খারাপ হলে, এয়ারটেল এবং জিও তাদের শেয়ার এবং আয় বাড়ানোর আরও সুযোগ পাবে।
আরও পড়ুনঃ সবচেয়ে সস্তার ৭-সিটার, ২৭ কিমি মাইলেজ! বাজারে মুখ থুবড়ে পড়ছে মারুতির এই গাড়ি
BNP পারিবাসের মতো কোম্পানিগুলির অনুমান যে ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে টেলিকম সেক্টরের আয় দ্বিগুণ অঙ্কে বৃদ্ধি পাবে। এর কারণ হবে ক্রমবর্ধমান শুল্ক এবং ব্যবহারকারীদের বান্ডেলড প্ল্যানের প্রতি ঝোঁক। এয়ারটেলের এমডি গোপাল ভিট্টলও বিশ্বাস করেন যে এখন ‘ব্যক্তিগতকৃত শুল্ক’-এর প্রয়োজন। জানা গিয়েছে, ডিসেম্বর থেকে এই দাম বাড়তে পারে। যাইহোক, মধ্যবিত্তের পকেটে ফের যে চাপ বাড়তে চলেছে তা বলাই বাহুল্য।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |