সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের আবহে গ্রাহকদের জন্য একদম ধামাকাদার অফার আনল রিলায়েন্স Jio। কোম্পানির তরফে এবার একদম টানা ২ মাসের জন্য একদম বিনামূল্যে ইন্টারনেট পরিষেবার ঘোষণা করা হল। মূলত Jio জিওহোম ব্র্যান্ডের অধীনে একটি বড় পদক্ষেপ নিয়েছে। কোম্পানিটি তাদের হোম ব্রডব্যান্ড (ফাইবার + এয়ারফাইবার) পরিষেবার জন্য ৬০ দিনের বিনামূল্যে ট্রায়াল অফার চালু করেছে।
বড় ঘোষণা করল Jio
নতুন এবং বিদ্যমান উভয় গ্রাহকই এই অফারটি উপভোগ করতে পারবেন এবং তারা রাউটার, সেট-টপ বক্স (এসটিবি), ইনস্টলেশন ইত্যাদির মতো বিনামূল্যের সুবিধাও পাবেন। জিওহোম অফারের উদ্দেশ্য হল গ্রাহকদের কোনও ঝুঁকি ছাড়াই এর পরিষেবার মান এবং অভিজ্ঞতা বোঝার সুযোগ আরও ভালোভাবে দেওয়া। প্রথমে, এই বিনামূল্যে ট্রায়াল ৫০ দিনের জন্য ছিল, কিন্তু এখন এটি ৬০ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ আরও বেশি বেশি পরিষেবা পাবেন গ্রাহকরা। স্বাভাবিকভাবেই কোম্পানির এহেন ঘোষণায় খুশিতে গদগদ হয়ে গিয়েছেন গ্রাহকরা।
কীভাবে কাজ করবে JioHome-এর ৬০ দিনের বিনামূল্যের অফারটি?
এখন নিশ্চয়ই ভাবছেন এটি কীভাবে কাজ করবে? তাহলে জানিয়ে রাখি, JioHome Fiber অথবা AirFiber পরিষেবার জন্য সাইন আপ করলে, ট্রায়াল পিরিয়ড চলাকালীন আপনাকে একটি বিনামূল্যে রাউটার, STB (সেট-টপ বক্স) এবং ইনস্টলেশনের সুবিধা দেওয়া হবে। ৬০ দিনের ফ্রি পিরিয়ড শেষ হওয়ার পর, স্বয়ংক্রিয়ভাবে ৫৯৯ প্রতি মাসিক JioFiber/JioAirFiber পোস্টপেইড প্ল্যানে স্যুইচ করা হবে, যদি না গ্রাহক প্ল্যান পরিবর্তন করেন বা পরিবর্তন করেন। অফারটিতে রাউটার, স্টার্ট-আপ সেটআপ বা ইনস্টলেশন ফি অন্তর্ভুক্ত রয়েছে।
Jio তার বার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যবহারকারীদের একটি উল্লেখযোগ্য উপহার দিয়েছে। কোম্পানিটি JioHome-এর দুই মাসের বিনামূল্যের ট্রায়াল চালু করেছে, যা ব্যবহারকারীদের বিনামূল্যে ১০০০+ ডিজিটাল টিভি চ্যানেল, ১১টিরও বেশি OTT অ্যাপ এবং আনলিমিটেড হাই-স্পিড ওয়াই-ফাই অ্যাক্সেস দেবে। এর অর্থ হল আপনি এখন কোনও অতিরিক্ত খরচ ছাড়াই বাড়িতে বিনোদন, ইন্টারনেট এবং টিভির আনন্দ উপভোগ করতে পারবেন।