৭৯৯ টাকায় সবথেকে সস্তার, সুরক্ষিত ফোন আনল Jio! ১০০ টাকাতেই হবে বুক, জানুন ফিচার্স

Published:

Jio Bharat B2
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: Jio আবারও নতুন চমক নিয়ে হাজির। মাত্র 799 টাকায় তারা এবার সেফটি শিল্ড ফোন Jio Bharat B2 লঞ্চ করল। বুধবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2020-এর আনুষ্ঠানিক সভাতেই এই ফোনটি উন্মোচন হয়। জিও দাবি করছে, এই ফোন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, বরং মহিলা বা প্রবীণ নাগরিকদের নিরাপত্তা আর সংযোগের সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।

দেশের সবথেকে সস্তার ও সুরক্ষিত ফোন

প্রসঙ্গত, Jio Bharat B2 ফোনটির দাম শুরু হচ্ছে মাত্র 799 টাকা থেকে। আর মাত্র 100 টাকা দিয়েই এই ফোনটি বুক করতে পারবেন। ফোনটির একাধিক মডেল বাজারে আসছে, যার সর্বোচ্চ দাম 1799 টাকা। আর এই ফোনটি জিও স্টোর, বড় বড় মোবাইল আউটলেট, জিও মার্ট, অ্যামাজন, সুইগি ইন্সট্রুমেন্ট এবং ফ্লিপকার্টের মাধ্যমে পাওয়া যাবে।

ফিচার ও স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই নতুন Jio Bharat B2 ফোনটি একটি কিপ্যাড ফোন। তবে ফিচারে আধুনিক স্মার্টফোনের মতোই শক্তিশালী বলা যায়। এই ফোনটিতে থাকছে—

  • 2.4 ইঞ্চির একটি স্ক্রিন,
  • 2000mAh এর একটি শক্তিশালী ব্যাটারি,
  • JioTV অ্যাক্সেস, যেখানে 455টির বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন,
  • JioPay এর মাধ্যমে সহজেই ইউপিআই মারফৎ টাকা পাঠাতে পারবেন।
  • মাত্র 123 টাকায় আনলিমিটেড কল এবং 14GB ডেটা 28 দিনের জন্য।

বিশেষ আকর্ষণ Safety Shield ফিচার

তবে এই ফোনের সবথেকে বড় চমক হল Safety Shield ফিচার। এই ফিচারের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনের সঙ্গে এই ফোনের Companion অ্যাপ ইন্সটল করে কানেক্ট করে নিতে পারবেন। এরপর তাদের লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন, এমনকি ফোনের চার্জ দেখতে পারবেন। নেটওয়ার্ক কাছে কিনা তাও জানতে পারবেন, এমনকি দূর থেকে যেকোনও নম্বর ব্লক করে দিতে পারবেন। এক কথায়, এটি একটি স্মার্টওয়াচের মতো কাজ করবে। তাই যারা একদম লো বাজেটে ফোন চাইছেন, তাদের জন্য এটি হতে পারে এক্কেবারে সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join