গ্রাহকদের ফের ঝটকা দিল মুকেশ আম্বানির Jio, কমিয়ে দিল দুটি জনপ্রিয় প্ল্যানের বৈধতা

Published on:

jio mukesh ambani

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বর্তমানে গোটা দুনিয়া একজন ইন্টারনেটের হাতের মুঠোয় এসে গিয়েছে। যেকোনো অজানা তথ্য মুহূর্তের মধ্যে জানতে এখন আর বেশি সময় খরচা হয় না। ইন্টারনেটের দৌলতে চটজলদি জানা যায় সেই তথ্য। কিন্তু ইদানিং সেই ইন্টারনেটের খরচ জোগাতে রীতিমত পকেট ফাঁকা হচ্ছে গ্রাহকদের। গত বছর এপ্রিলে ট্যারিফ প্ল্যান বৃদ্ধির ফলে বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যান অত্যাধিক হারে বাড়িয়ে দিয়েছিল। যার ফলে একধাক্কায় ২০-৬০ টাকা বেড়ে গিয়েছিল। আর এই আবহে ফের নতুন বছরের আগেই Jio আরও দুটি প্ল্যানের বিপুল পরিবর্তন আনল। মাথায় হাত গ্রাহকদের।

WhatsApp Community Join Now

সম্প্রতি রিলায়েন্স Jio এর, সাশ্রয়ী মূল্যের ডেটা ভাউচার হিসেবে বরাবর জনপ্রিয় দুটি প্ল্যান হল ১৯ টাকা এবং ২৯ টাকার। কয়েক মাস আগেও ১৯ টাকার ভাউচারটি ১৫ টাকায় এবং ২৯ টাকার ভাউচারটি ২৫ টাকায় পাওয়া যেত। কিন্তু দাম বৃদ্ধির ফলে এই পরিবর্তন হয়েছে। এদিকে গ্রাহক তাদের স্বল্পমেয়াদী ডেটা চাহিদা পূরণের জন্য এই ভাউচারগুলোর উপর সবসময় নির্ভর করে। তবে সম্প্রতি জানা গিয়েছে সেই ভাউচারের মেয়াদে নাকি বড় পরিবর্তন আসতে চলেছে।

Jio-র ১৯ টাকার প্ল্যান রিচার্জ আপডেট

এতদিন ১৯ টাকার প্ল্যান ভাউচারটি একমাত্র তখনই ব্যবহারযোগ্য ছিল যখন বেস প্ল্যানের মেয়াদ স্থায়ী থাকবে। অর্থাৎ ১৯ টাকার এই প্ল্যানটি আগে ব্যবহারকারীর বেস প্ল্যানের সাথে ডেটা অ্যাড-অন হিসাবে সংযুক্ত করা হয়েছিল। যেমন বলা যায়, একজন ব্যবহারকারীর বেস প্ল্যান যদি ৮৪-দিনের বৈধতা থাকে, তাহলে ১৯ টাকার ভাউচারটি একই সময়কাল স্থায়ী হবে। তবে এবার সেই ডেটা অ্যাড অন এর সময়সীমা বদলে দেওয়া হল। বর্তমানে এটি এখন ১ দিন স্থায়ী থাকবে। অর্থাৎ ১৯ টাকার ডেটা ভাউচারের নতুন মেয়াদ এখন ১ দিন। একইভাবে ২৯ টাকার ডেটা ভাউচারেও একই পরিবর্তন আনা হয়েছে।

Jio-র ২৯ টাকার প্ল্যান রিচার্জ পরিবর্তন

১৯ টাকার মত রিলায়েন্স জিওর ২৯ টাকার ডেটা অ্যাড অনও ব্যবহার করা যেত বেস প্ল্যানের সঙ্গে। যতদিন বেস প্ল্যান থাকতো ডেটা অ্যাড অন ততদিন পর্যন্ত স্থায়ী থাকত। কিন্তু এখন সি প্ল্যানে পরিবর্তন এনে মেয়াদ এখন ২ দিন করা হয়েছে। সেক্ষেত্রে গ্রাহকরা একই দামে একই পরিমাণ ডেটা পেলেও, মেয়াদের হ্রাস কমে যাওয়ায় ডেটা সম্পূর্ণ ব্যবহার না করলেও, আবার ডেটা প্রয়োজন হলে পুনরায় রিচার্জ করতে হবে।

সঙ্গে থাকুন ➥
X