বৈধতা ৩৬৫ দিন! Jio-র এই প্ল্যানে পাবেন ৯১২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, OTT সহ সবকিছু

Published on:

Know about Jio 49 unlimited data plan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিমাসের রিচার্জ নিয়ে চিন্তিত? কাজের ফাঁকে সময় বের করে মাসিক রিচার্জ করতে ভুলে যান? এমনও অনেক গ্রাহক রয়েছেন যাঁরা প্রতিমাসে মোটা অঙ্কের অর্থ খরচ করে বিভিন্ন আনলিমিটেড প্ল্যান রিচার্জ করেন। তবে এবার থেকে আর সেই ঝামেলা পোহাতে হবে না। গ্রাহকদের সুবিধার্থে প্রিপেড রিচার্জ সেকশনে একটি বিশেষ প্ল্যান রেখেছে ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio।

এই রিচার্জের মাধ্যমে একজন গ্রাহক 365 দিন অর্থাৎ টানা এক বছর আনলিমিটেড কলিং, SMS, দৈনিক হাই স্পিড ডেটা সহ আরও একাধিক লোভনীয় সুবিধা পাবেন। বলে রাখি, এই প্ল্যানের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, একজন গ্রাহক Jio-র এই প্ল্যান কিনলে একসাথে 912.5 GB ডেটা পেয়ে যাবেন। যা অন্যান্য প্ল্যানে সাধারণত পাওয়া যায় না।

প্ল্যানের সুবিধা ও দাম

ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা তাদের দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যানের তালিকায় 365 দিনের বৈধতা যুক্ত একটি সাশ্রয়ী মূল্যের প্ল্যান রেখেছে। যেখানে মূলত, দৈনিক 2.5 GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS, 90 দিনের বৈধতা যুক্ত JioHotstar সাবস্ক্রিপশন সহ Jio TV ও Jio Cloud এর মতো একাধিক সুবিধা পাবেন গ্রাহকরা।

অবশ্যই পড়ুন: ট্রেনের টিকিট কনফার্ম না হলে ফেরত পাবেন তিনগুণ টাকা! করতে হবে এই ছোট্ট কাজ

তবে এই প্ল্যানের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, Jio তাদের এই 1 বছরের আনলিমিটেড রিচার্জ প্ল্যানে একসঙ্গে মোট 912.5 GB হাই স্পিড ডেটা দিচ্ছে। যা মূলত প্রতিদিন 2.5 GB করে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এবার আসা যাক দামের প্রসঙ্গে। আম্বানি সংস্থা Jio তাদের এই জনপ্রিয় রিচার্জ প্ল্যানটির দাম রেখেছে 3599 টাকা। হ্যাঁ, এই দামেই টানা এক বছর আনলিমিটেড কলিং থেকে শুরু করে, বিনামূল্যে ইন্টারনেট সহ OTT-র মতো একাধিক সুবিধা পাবেন Jio-র সকল গ্রাহক।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥