মাত্র ৪৮ টাকা থেকেই শুরু রিচার্জ প্ল্যান! গ্রাহকদের জন্য ৫টি ধামাকাদার অফার আনল Jio

Published on:

Jio

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর এপ্রিলে ট্যারিফ প্ল্যান বৃদ্ধির ফলে সমস্ত বেসরকারী টেলিকম সংস্থা রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছিল। সেই সূত্রে Jio-ও প্রায় সমস্ত রিচার্জ প্ল্যানের ট্যারিফ বাড়িয়ে দিয়েছিল। যার দরুন গ্রাহকদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছিল। কিন্তু দাম বাড়ানোর পরেও জিও- র বেশ কিছু প্রিপেড রিচার্জ প্ল্যান চালু করেছিল। তবে এবার গেমিং গ্রাহকদের জন্য নিয়ে আসা হল ধামাকা অফার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রথম থেকেই বেসরকারি টেলিকম সংস্থাগুলির মধ্যে Jio একচেটিয়া বাজার করে আসছে। তবে এবার শুধু ভারতের টেলিকম বাজারে রাজ চালাবে তা কিন্তু নয়, এবার ক্লাউড গেমিং দুনিয়ায় বড় পদক্ষেপ নিতে চলেছে মুকেশ সংস্থা। সম্প্রতি সংস্থাটি পাঁচটি নতুন ধামাকেদার এবং সস্তার প্রিপেড গেমিং প্ল্যান লঞ্চ করেছে। যার সঙ্গে বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে JioGames Cloud-এর। ফলাফলস্বরূপ গ্রাহকরা কোনো গেম ডাউনলোড না করেই স্মার্টফোন, পিসি বা জিও সেট-টপ বক্সে প্রিমিয়াম গেম খেলতে পারবেন। একনজরে দেখে নেওয়া যাক এই পাঁচটি Jio প্ল্যান সম্পর্কে।

48 টাকার গেমিং প্ল্যান

Jio-র এই 48 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকদের জন্য থাকছে একাধিক সুবিধা। এই প্ল্যানে 3 দিনের জন্য JioGames Cloud সাবস্ক্রিপশন পাওয়া। এছাড়াও 10 MB ডেটার সঙ্গে মিলছে 3 দিনের ভ্যালিডিটি। তবে কোনো কম্বো প্ল্যান ছাড়া এই প্ল্যানটি চলবে না। কারণ এটি একটি ডেটা ভাউচার। যারা ক্লাউড গেমিং এর স্বাদ একবার উপভোগ করতে চান, তাহলে তাদের জন্য এটি একটি দারুণ আদর্শ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

98 টাকার গেমিং প্ল্যান

জিও- র সস্তার গেমিং রিচার্জ প্ল্যানের মধ্যে অন্যতম হল 98 টাকার রিচার্জ প্ল্যান। এই জিও প্ল্যানটি 7 দিনের জন্য বৈধ। এতে গ্রাহকরা একদিকে যেমন 10 MB ডেটা পান ঠিক তেমনই 7 দিনের জন্য JioGames Cloud-এ বিনামূল্যে সাবস্ক্রিপশন এর সুবিধা পাবেন।

298 টাকার গেমিং প্ল্যান

298 টাকার জিও- র এই গেমিং প্ল্যানে JioGames Cloud-এর এক মাসের জন্য ফ্রি সাবস্ক্রিপশনের অফার মিলবে। সঙ্গে 28 দিনের ভ্যালিডিটি সহ 3GB ডেটা মিলবে। অর্থাৎ যে সকল গেমাররা সারা মাস গেমিং করতে চান, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় প্ল্যান।

আরও পড়ুন: আর এই নম্বরগুলিতে করা যাবে না UPI পেমেন্ট! বড় ঘোষণা কেন্দ্রের

495 টাকার কম্বো প্ল্যান

1 মাসের জন্য 1.5GB ডেটা পরিষেবার সঙ্গে অতিরিক্ত 5GB ডেটা পাওয়া যাবে 495 টাকার এই কম্বো প্ল্যান। শুধু তাই নয় এর সঙ্গে আনলিমিটেড কলিং এবং 100 এসএসএস প্রতিদিন বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়াও JioGames Cloud, JioHotstar Mobile, FanCode, JioTV এবং JioAICloud-এর সাবস্ক্রিপশনও মিলবে। অর্থাৎ একটাই প্ল্যানে গেমিং এবং বিনোদনের মজা পাবেন গ্রাহকরা।

545 টাকার গেমিং প্ল্যান

Jio গ্রাহকদের 545 টাকার এই প্ল্যানটি বেশ জনপ্রিয়। এই প্ল্যান গেমার এবং স্ট্রিমিং প্রেমীদের জন্য বেশ উপযুক্ত। এখানে প্রতিদিন 2GB ডেটা যেমন থাকে ঠিক তেমনই অতিরিক্ত 5GB বোনাস ডেটা, এবং আনলিমিটেড 5G ডেটা সহ সীমাহীন কল ও 100 এসএসএস-এর পাশাপাশি এক মাসের JioGames Cloud ও অন্যান্য প্রিমিয়াম কনটেন্ট প্ল্যাটফর্মের ফ্রি এক্সেস দেওয়া হবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group