উৎসবের আবহে দুর্দান্ত প্ল্যান আনল Jio, মিলবে 5G অফুরন্ত ডেটা, বৈধতা ৯৮ দিন

Published on:

jio 98 days plan

শ্বেতা মিত্রঃ উৎসবের আভে এবার বিরাট রকমের চমক দিল রিলায়েন্স Jio। এবার ৯৮ দিনের একটি দুর্দান্ত প্ল্যান লঞ্চ করল রিলায়েন্স জিও, হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই প্ল্যান সম্পর্কে শুনলে আপনি হয়তো নিজের চোখ এবং কানকে বিশ্বাস করতে পারবেন না। এমনিতেও রিলায়েন্স জিওকে দেশের সবথেকে বড় টেলিকম কোম্পানি বলে দাবি করা হয়। যদিও প্রতিযোগিতার বাজারে রিলায়েন্স জিওকে Vi থেকে শুরু করে এই Airtel, BSNL- এর সঙ্গে জোরদার লড়াই করতে হচ্ছে। যাইহোক, আপনিও কী জিওর সিম ব্যবহার করেন বা জিওর সিম নেওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহা খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Jio-র নতুন 5G প্ল্যান

জিও তরফে নতুন যে 5G প্ল্যানটি লঞ্চ করা হয়েছে, সেটির বৈধতা হলো ৯৮ দিন অর্থাৎ তিন মাসেরও বেশি সময়। এই রিচার্জ প্ল্যানে আপনি অফুরন্ত 5G ডেটা পেয়ে যাবেন। শুধু তাই নয় ডেটা শেষ হয়ে গলেও বিশেষ আপনাকে চিন্তা করতে হবে না। অথচ এর দাম শুনলে কিন্তু চমকে উঠবেন হয়তো আপনিও। অবশ্য যারা একটু বাজেটের মধ্যে ফোন রিচার্জ করতে পছন্দ করেন তাদের জন্য আবার এই রিচার্জ প্ল্যানটি নয়।

জিওর নতুন প্ল্যানের দাম

রিলায়েন্স জিও-র এই রিচার্জ প্ল্যানের দাম ৯৯৯ টাকা। এটি প্রিপেইড প্ল্যানে উপলব্ধ। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2GB ডেটার সুবিধা পেয়ে যাবেন। এর পাশাপাশি ব্যবহারকারীদের আনলিমিটেড 5G ডেটার সুবিধাও দেওয়া হবে। তবে এই সুবিধা পেতে অবশ্যই আপনার কাছে 5G Smartphone থাকতে হবে। এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাওয়া যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ LPG থেকে PPF, সুকন্যা, PAN কার্ড! ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ৭ নিয়ম

এইটা প্ল্যানটি আপনি পোস্টপেইড এবং প্রিপেইড দুটিতেই পেয়ে যাবেন। অফুরন্ত ডেটার পাশাপাশি আনলিমিটেড কলস এবং প্রতিদিন ১০০টি করে SMS পাঠাতে পারবেন গ্রাহকরা। থাকবে Jio Cloud ও Jio TV – ও। যেখানে আপনি 5G সুবিধা পাবেন না সেখানে আবার এই প্ল্যানে 4G পরিষেবা পেয়ে যাবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group