মাত্র ৬০১ টাকায় ১ বছর আনলিমিটেড ইন্টারনেট, ধামাকা করল Jio

Published on:

jio 5g recharge

শ্বেতা মিত্র, কলাক্তাঃ নিজেদের কোটি কোটি গ্রাহকের কথা ভাবনা চিন্তা করে সময়ে সময়ে কিছু না কিছু করেই চলেছে রিলায়েন্স Jio। এবারও তার ব্যতিক্রম ঘটলো না। তবে এবার জিও-র তরফে এমন একটি প্ল্যান নিয়ে আসা হল যার জেরে উপকৃত হবেন সকলে। বিশেষ করে যারা অতিরিক্ত ডেটা খরচ করতে পছন্দ করেন তাদের জন্য একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান এনেছে রিলায়েন্স জিও। এই প্ল্যানের বিশেষত্ব হ’ল আপনি এটি অন্য কোনও জিও ব্যবহারকারীকেও উপহার দিতে পারেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। কোম্পানি এই প্ল্যানটিকে তাদের ওয়েবসাইট এবং My Jio অ্যাপে গিফট প্যাক হিসেবে তালিকাভুক্ত করেছে। এই প্রিপেইড রিচার্জ ভাউচারের মেয়াদ এক বছর, অর্থাৎ সারা বছর জুড়ে আপনি কোনও বাধা ছাড়াই সারা বছর আনলিমিটেড 5G ডেটা অ্যাক্সেস করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক রিলায়েন্স জিও-র এই নতুন গিফট প্যাক সম্পর্কে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Jio-র ৬০১ টাকার প্ল্যান

জিও এই প্ল্যানের মূল্য হল ৬০১ টাকা। কোম্পানি এই প্ল্যানে ব্যবহারকারীদের ১২টি ডেটা ভাউচার দেয়, যা ব্যবহারকারীরা নিজের বা তাদের কোনও আত্মীয়কে উপহার হিসেবেও দিতে পারেন। এই প্যাকটি সেই রিচার্জ প্ল্যানগুলোর জন্য অ্যাড-অন ডেটা প্যাক হিসেবে বিশেষভাবে চালু করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা আনলিমিটেড 5G ডেটার সুবিধা পান না। এর আগে জিও প্রতিটি রিচার্জ প্ল্যানের সঙ্গে আনলিমিটেড 5G ডেটা অফার করছিল।

বিশদে জানুন প্ল্যান সম্পর্কে

এই ডেটা প্যাকের মাধ্যমে, ব্যবহারকারীরা তাদের দৈনিক 1.5GB ডেটা প্ল্যানের সঙ্গে আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন। তবে এর জন্য জিও ব্যবহারকারীকে একটি 5G স্মার্টফোন ব্যবহার করতে হবে এবং ফোনটি Jio True 5G নেটওয়ার্ক অঞ্চলের আওতায় রাখতে হবে। জিও ব্যবহারকারীরা এই প্ল্যানের সঙ্গে আবার ৫১ টাকা মূল্যের ১২টি 5G ডেটা প্যাক পাবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

My Jio অ্যাপের মাধ্যমে এই ডেটা ভাউচার সক্রিয় করতে হবে। এর পরে, ব্যবহারকারীরা জিও 5G নেটওয়ার্কে সীমাহীন ডেটার সুবিধা পাবেন। এই প্ল্যানটি ব্যবহার করতে, ব্যবহারকারীদের অবশ্যই ইতিমধ্যে তাদের জিও নম্বরে একটি স্ট্যান্ডার্ড প্ল্যান সক্রিয় করতে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group