BSNL-র থেকেও সস্তা, দীপাবলির আগে মাত্র ১০১ টাকার প্ল্যান এনে চমকে দিল Jio

Published on:

jio recharge plan

শ্বেতা মিত্র, কলকাতাঃ সব থেকে সস্তার রিচার্জ প্ল্যান থাকার জন্য বরাবরই লাইমলাইট কেড়ে নিয়েছে দেশে প্রথম সারির টেলিকম সংস্থা রিলায়েন্স Jio থেকে শুরু করে BSNL। চলতি বছরের জুলাই মাসে এক ধাক্কায় রিলায়েন্স জিও থেকে শুরু করে ভোডাফোন -আইডিয়া, এয়ারটেলের মতো সংস্থাগুলি ২৫ শতাংশ অবধি নিজেদের ট্যারিফ মূল্য বাড়িয়ে দেয়। আর যা সকলের কাছে ধাক্কার চেয়ে কম কিছু ছিল না। এই ঘটনার পর থেকে অনেকেই ছিলেন যারা কিনা Vi, Jio থেকে বিএসএনএল-এর নেটওয়ার্ক-এ নম্বর পোর্ট করে নিচ্ছিলেন। তবে এসবের মাঝে এবার দেশবাসীকে বড়সড় চমক দিল রিলায়েন্স জিও। সব থেকে বড় কথা বিএসএনএলকে রীতিমতো ধাক্কা দিয়ে গ্রাহকদের ফের গুডবুকে ওঠার চেষ্টা করছে জিও বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সস্তার রিচার্জ প্ল্যান আনল Jio

উৎসবের আবহে দেশের কোটি কোটি মানুষকে চমকে দিয়ে বড়সড় চমক দিল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও কোম্পানি। জিও গত কয়েকদিনে অনেক সস্তা প্ল্যান চালু করেছে। দিওয়ালির আগেও আগেও জিওর আরও বেশকিছু প্ল্যান বাজারে আসবে বলে মনে কড়া হচ্ছে। কিন্তু সেই যে কথায় আছে না, কম দামে বেশি পুষ্টি। জিওর ক্ষেত্রেও এই একই ব্যাপারটা প্রযোজ্য হতে চলেছে বলে মনে করা হচ্ছে। আসলে জিও ১৫০ টাকার কম দামের প্ল্যান এনেছে, যার সাহায্যে গ্রাহকরা ডেটা, কলিং এবং অনেক সুবিধা পেয়ে যাবেন।

Jio-র ১০১ টাকার রিচার্জ প্ল্যান

দিওয়ালির আবহে যে রিচার্জ প্ল্যানটি আনা হয়েছে সেটির মূল্য হল মাত্র ১০১ টাকা। এটি কোম্পানির ট্রু আনলিমিটেড আপগ্রেড প্ল্যান, যা বেস প্ল্যানের সঙ্গে ব্যবহার করা যেতে পারে। এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও থাকছে 6GB অবধি 4G ডেটার সুবিধা। যে সকল গ্রাহক অতিরিক্ত টাকা প্রদান করে বেশি ডেটা সুবিধা চান না তাদের জন্য এই প্ল্যানটি একটি ভাল বিকল্প হতে পারে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জিও-র ১০১ টাকার প্ল্যানটি সমস্ত দৈনিক 1GB ডেটা প্ল্যান এবং প্রায় ২ মাসের বৈধতার সমস্ত দৈনিক 1.5GB ডেটা প্ল্যানের সঙ্গে ব্যবহার করা যেতে পারে। জিও ট্রু 5G নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটার সুবিধা পান।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group