শ্বেতা মিত্র, কলকাতা: কোটি কোটি Jio সিম ব্যবহারকারীদের জন্য রইল দারুণ সুখবর। এতে তো কোনো সন্দেহই নেই যে বর্তমান সময়ে ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও। এখন এই নেটওয়ার্ক-এর সঙ্গে কোটি কোটি মানুষ যুক্ত। এদিকে গ্রাহকদের কথা ভেবে সময়ে সময়ে নানারকম প্ল্যান এনেই চলেছে কোম্পানি। এবারও সেটার ব্যতিক্রম হল না। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India) এর আদেশ অনুসারে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা, রিলায়েন্স জিও কেবল ভয়েস এবং এসএমএস সুবিধা সহ তার নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। যার মূল্য সম্পর্কে জানলে আপনিও আকাশ থেকে পড়বেন।
বড় চমক Jio- র
জিও ৪৫৮ টাকা এবং ১৯৫৮ টাকার দুটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। জিও-র এই নতুন প্ল্যানগুলিতে ইন-কলিং এবং এসএমএস পরিষেবা শুধু পাবেন, কোনো ডেটা থাকবে না। যেসব ব্যবহারকারী শুধু কলিং ও এসএমএসের জন্য মোবাইল ব্যবহার করেন তাদের কথা ভেবে মূলত এই প্ল্যানগুলো আনা হয়েছে। তাহলে চলুন বিশদে জেনে নেওয়া যাক এই দুটি প্ল্যান সম্পর্কে।
জিও-র ৪৫৮ টাকার ভ্যালু প্ল্যান
জিও-র এন্ট্রি-লেভেল ভয়েস এবং এসএমএস-কেবল প্ল্যানের দাম শুরু হচ্ছে ৪৫৮ টাকা থেকে। এই প্ল্যানে গ্রাহকরা 84 দিনের ভ্যালেডিটি সহ আনলিমিটেড ভয়েস কল এবং ১০০০টি SMS পরিষেবা পেয়ে যাবেন। এছাড়াও আপনি JioTV, JioCinema (নন-প্রিমিয়াম) JioCloud- এর মতো জিও অ্যাপের সাবস্ক্রিপশনও পাবেন।
জিও-র ১৯৫৮ টাকার ভ্যালু প্ল্যান
জিও-র অ্যানুয়াল ভয়েস এবং এসএমএস-অনলি প্ল্যানের দাম এখন ১৯৫৮ টাকা। জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। জিওর এই ভ্যালু প্ল্যানে আপনি এখন আনলিমিটেড ভয়েস কল এবং ৩,৬০০ এসএমএস পাবেন। অন্যান্য সুবিধার কথা বললে, এই প্ল্যানে জিও টিভি, জিও সিনেমা (নন-প্রিমিয়াম) এবং জিও ক্লাউডের মতো জিও অ্যাপের অ্যাক্সেস অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুনঃ খরচ ৮০ টাকারও কম, আনলিমিটেড কলিং ও ডেটা সহ লোভনীয় অফার নিয়ে হাজির BSNL
এই প্ল্যানগুলো বন্ধ করল জিও
উল্লেখিত প্ল্যানগুলি লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে জিও তার ব্যবহারকারীদের একটি বড় ধাক্কাও দিয়েছে। জিও তার আগের সীমিত ডেটা, আনলিমিটেড কল এবং এসএমএস প্ল্যানগুলি বন্ধ করে দিয়েছে। এর আগে ভ্যালু প্ল্যান ক্যাটাগরিতে জিওর তিনটি প্ল্যান ছিল, যার দাম ছিল ১৮৯৯ টাকা, ৪৮৯ টাকা এবং ১৮৯ টাকা। এই প্ল্যানগুলিতে আপনি ডেটা, আনলিমিটেড কল, এসএমএসের সুবিধা পেতেন।
মোহনবাগানকে আটকে দিয়ে সুর চড়ালেন প্রীতম কোটাল