দাম বাড়ানোই কাল হল! একমাসে Jio-কে টাটা বলল ৭৯ লক্ষ গ্রাহক, AIrtel-Vi-র হাল কেমন?

Published on:

jio lost 79 lakh users in just one month due to heavy recharge price hike

পার্থ সারথি মান্না, কলকাতাঃ একসময় ফ্রিতে আনলিমিটেড 4G ডেটা দিয়ে ভারতের টেলিকম বাজারে হইচই ফেলে দিয়েছিল রিলায়েন্স জিও (Reliance Jio)। তবে সেসব এখন অতীত, বছর বছর বাড়ছে দাম। আর তাতেই নাভিশ্বাস ওঠার জোগাড় আমজনতার। এবছর জুলাই মাসে রিচার্জের দাম বাড়তেই হু হু করে জিওর কানেকশন ছেড়েছেন। তবে মোট কতজন জিও ছেড়েছেন সেই সংখ্যাটা সত্যিই চমকে ওঠার মত।

একমাসেই Jio ছেড়েছেন ৭৯ লক্ষ গ্রাহক!

WhatsApp Community Join Now

হ্যাঁ ঠিকই দেখছেন, বিগত একমাসেই প্রায় ৭৯ লক্ষ গ্রাহকেরা JIO। আসলে সম্প্রতি টেলিকম কোম্পানিগুলি নিজেদের গ্রাহকের পরিসংখ্যান প্রকাশ করেছে TRAI এর কাছে। সেখানেই জানা যাচ্ছে এবছরে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি ১ কোটি গ্রাহক হারিয়েছে, বলার অপেক্ষা রাখে না সেই তালিকায় একেবারে প্রথমেই আছে জিও।

কত গ্রাহক হারালো Airtel, VI?

Jio এর ঠিক পরেই রয়েছে Airtel, রিপোর্ট বলছে এবছর ১৪ লক্ষ গ্রাহক হারিয়েছে Airtel। ছায়া ভোডাফোন আইডিয়া বা VI মোট ১৫ লক্ষ গ্রাহক হারিয়েছে।

BSNL এর পৌষমাস

যেমনটা আগেই জানানো হয়েছিল, জুলাই মাসে রিচার্জের দাম বাড়তেই হু হু করে বেসরকারি টেলিকম ছেড়ে সরকারি সংস্থা বিএসএনএল এর নাম্বার নিয়েছেন গ্রাহকেরা। এমনকি বহু মানুষ নাম্বার পোর্ট করে টেলিকম প্রোভাইডার বদলে ফেলেছেন। জানলে অবাক হবেন জুলাই মাসে ১৫ লক্ষ, অগাস্ট মাসে ২১ লক্ষ, সেপ্টেম্বর মাসে ১১ লক্ষ ও অক্টোবর মাসে ৭ লক্ষ BSNL এর গ্রাহক বেড়েছে।

BSNL launhes 4G VoLTE services see How to Apply for Your SIM Card

গ্রাহক হারিয়েছে BSNL-ও

অবশ্য BSNL যে একেবারে গ্রাহক হারায়নি তা কিন্তু নয়। কম খরচের জন্য গ্রাহকের সংখ্যা বাড়লেও বহু মানুষ নেটওয়ার্কের সমস্যার কারণে BSNL ছেড়ে দিয়েছেন। রিপোর্ট বলছে জুলাই মাসে যেখানে লক্ষ লক্ষ গ্রাহক জুড়ছিলেন সেই সময়েই BSNL ছেড়েছিলেন ৩ লক্ষ ১০ হাজার গ্রাহক। এরপর অগাস্ট মাসে ২ লক্ষ ৬০ হাজার ও সেপ্টেম্বর মাসেও ২ লক্ষ ৮০ হাজার গ্রাহক হারিয়েছে BSNL। তবে বর্তমানে গোটা দেশ জুড়ে নেটওয়ার্ক আপগ্রেডের কাজ চলছে একইসাথে 4G পরিষেবাও শুরুর প্রস্তুতি নিচ্ছে বিএসএনএল।

সঙ্গে থাকুন ➥
X