আজ রিচার্জ করলে ১ বছর ফ্রি! সঙ্গে অফুরন্ত ডেটা ও OTT! দুর্দান্ত প্ল্যান Jio-র

Published on:

Jio Mobile Recharge

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: এইমুহুর্তে দেশের বড় বড় টেলিকম টেলিকম সংস্থাগুলির ট্যারিফ প্ল্যান বৃদ্ধির ফলে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। যার ফলে গ্রাহকরা তাদের প্রয়োজন অনুসারে তাদের জন্য উপযুক্ত প্ল্যানটি বেছে নিতে হয়ে হিমশিম খাচ্ছেন। এদিকে প্রতি মাসে মোবাইলে রিচার্জ করতে গিয়েও বিরক্ত হচ্ছেন। তাই এবার তাঁদের জন্য Jio এক দারুণ সুবিধা (Jio Mobile Recharge) নিয়ে এসেছে। যা একবার রিচার্জ করলেই পুরো এক বছর সিম অ্যাক্টিভ থাকবে।

বার্ষিক রিচার্জ প্ল্যানে দারুণ চমক!

প্রতিমুহূর্তে Jio তাদের গ্রাহকদের জন্য নানারকম আকর্ষনীয় রিচার্জ প্ল্যান নিয়ে আসে। যার মধ্যে এগুলি একেকটি একেক রকম সুবিধে প্রদান করে। অর্থাৎ কোনো রিচার্জ প্ল্যান থাকে মাসিক আবার কোনো রিচার্জ প্ল্যান থাকে বার্ষিক। তবে সব ক্ষেত্রেই মুকেশ সংস্থা নিয়ে আসে নানা রকম আকর্ষণীয় অফার। আর আজ আমরা আপনাদের জন্য ঠিক এমনই একটি জিওর রিচার্জ প্ল্যানের সুবিধা নিয়ে এসেছি যা অসংখ্য সুবিধা প্রদান করবে। আর সেটি হল 3599 টাকার বার্ষিক রিচার্জ প্ল্যান।

এই প্ল্যানে কী কী সুবিধা থাকছে?

সংস্থা সূত্রে জানা গিয়েছে, বার্ষিক 3599 টাকার এই রিচার্জ প্ল্যানের বিনিময়ে গ্রাহকরা এক বছর অর্থাৎ 365 দিনের জন্য পাবে আনলিমিটেড ভয়েস কলিং, 100টি বিনামূল্যে এসএমএস করার সুবিধে প্রতিদিন। অন্যদিকে ডেটা অ্যাক্টিভিটির ক্ষেত্রেও মিলবে একাধিক সুবিধা। জানা গিয়েছে প্রতিদিন 2.5 GB করে ডেটা পাওয়া যাবে। এমনকি দৈনিক ডেটা সীমা শেষ হয়ে গেলেও গ্রাহক 64Kbps গতিতে ইন্টারনেট সুবিধা পাবেন।

আরও পড়ুন: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় ক্রিকেটারের! ফাঁস বড় তথ্য

এক্সট্রা বেনিফিটও পাওয়া যাবে

শুধু তাই নয়, এই প্ল্যানে থাকবে জিও টিভি ও জিও ক্লাউডের সাবস্ক্রিপশন। এছাড়াও এই প্ল্যানের ব্যবহারকারীদের 90 দিনের জন্য বিনামূল্যে জিও হটস্টারের সাবস্ক্রিপশনও পাবেন। এমনকি, 50GB জিও এআই ক্লাউড স্পেসের সুবিধা দেওয়া হবে। কিন্তু এই প্ল্যানের ক্ষেত্রে জিও সিনেমার সাবস্ক্রিপশন থাকছে না। সেক্ষেত্রে এই সুবিধে পেতে আলাদা করে রিচার্জ করাতে হবে। তবে মাসিক রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে এই বার্ষিক রিচার্জ অনেকটাই সুবিধা আনতে চলেছে Jio ব্যবহারকারীদের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥