মাত্র ৫১ টাকায়, এক মাস আনলিমিটেড ইন্টারনেট! বাজার কাঁপানো প্ল্যান আনল Jio

Published:

Jio launches a massive unlimited data plan of Rs 51
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একেবারে সোনায় সোহাগা! বিগত কয়েক বছরে গ্রাহকদের সুবিধার্থে একাধিক ধামাকা প্ল্যান এনেছে রিলায়েন্সের মালিকানাধীন ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio। সাম্প্রতিক সময়ে আম্বানি সংস্থা গ্রাহকদের ডেটা প্যাকের ওপর বিশেষ জোর দিয়েছে।

আর সেই সূত্র ধরেই, Jio তাদের প্রিপেড রিচার্জ প্ল্যানের তালিকায় এমন একটি সাশ্রয়ী ডেটা অ্যাড অন প্ল্যান রেখেছে, যা একবার রিচার্জ করে নিলেই অফুরন্ত হাই স্পিড ইন্টারনেট (Jio Unlimited Recharge) পেয়ে যাবেন গ্রাহকরা। বলে রাখি, মাত্র 51 টাকা মূল্যের এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তাও আবার এক মাস বা তার বেশি সময়ের জন্য। ভাবা যায়!

51 টাকাতেই অফুরন্ত ইন্টারনেট | Jio Unlimited Recharge Plan for Rs 51

Jio তাদের প্রিপেড রিচার্জ প্ল্যানের তালিকায় যে ডেটা অ্যাড অন প্ল্যানগুলি রেখেছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্ল্যান হল 51 টাকার ডেটা প্ল্যান। বলে রাখি, মাত্র 51 টাকা খরচ করে এই প্ল্যানটি 4G ইউজাররাও কিনতে পারবেন। তবে সে ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল, 4G সিমের ক্ষেত্রে এই প্ল্যানে মাত্র 3GB ডেটা পাবেন গ্রাহকরা, তবে একই প্ল্যান যদি 5G সিমের ক্ষেত্রে রিচার্জ করা হয় তবে এই প্ল্যানে আনলিমিটেড হাই স্পিড 5G ডেটা পেয়ে যাবেন Jio-র সকল গ্রাহক।

রয়েছে শর্ত

সংস্থা জানিয়ে দিয়েছে, 51 টাকা মূল্যের এই ডেটা অ্যাড অন প্ল্যানটি একজন গ্রাহক তার যেকোনও 1.5 GB দৈনিক রিচার্জ প্ল্যানের সাথে অ্যাড অন করতে পারবেন। সেক্ষেত্রে বলি, মূলত এক মাসের মেয়াদের মূল রিচার্জ প্ল্যানের সাথে যুক্ত এই 51 টাকার প্ল্যানের দৌলতে প্রথম দিনের বেসিক প্ল্যানের ডেটা কোটা শেষ হয়ে গেলেই আনলিমিটেড 5G ইন্টারনেট পেয়ে যাবেন গ্রাহক।

অবশ্যই পড়ুন: ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই দুর্বল ইংল্যান্ড! প্রথম টেস্টের দলে নেই চার প্রধান তারকা

ডেটা প্ল্যানের বৈধতা

এই 51 টাকা মূল্যের ডেটা প্ল্যানের বৈধতা মূলত গ্রাহকের মূল রিচার্জ প্ল্যানের মেয়াদের ওপর নির্ভর করে। সেক্ষেত্রে আপনার 1.5 GB দৈনিক ডেটা প্ল্যানের মেয়াদ যদি 30 দিন হয় তবে, এই 51 টাকার প্ল্যানের আনলিমিটেড ইন্টারনেটের মেয়াদও 30 দিন পর্যন্ত বৈধ থাকবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join