বিনামূল্যে উপভোগ করুন JioHotstar এবং Amazon Prime, OTT প্রেমীদের জন্য সুখবর

Published on:

Recharge Plans

প্রীতি পোদ্দার, কলকাতা: আপনি কি জানেন পুরো বছরের জন্য JioHotstar, Amazon Prime-এর সাবস্ক্রিপশন পেতে পারেন, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে! অর্থাৎ কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই বিনোদনের মজা পাবেন ভরপুর। অবাক হচ্ছেন নিশ্চয়ই? কিন্তু এটাই সত্যি। আমাদের আজকের প্রতিবেদনের এমনই বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যার মাধ্যমে আপনি ১ বছরের জন্য JioHotstar সাবস্ক্রিপশন এবং Amazon Prime সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Airtel 3999 টাকার প্ল্যান

গ্রাহকদের কাছে জনপ্রিয় এই বেসরকারী সংস্থা Airtel নিয়ে এসেছে আশ্চর্য এক চমক। যার মেয়াদ থাকবে টানা 1 বছর অর্থাৎ 365 দিন। এই প্ল্যানে গ্রাহকরা একদিকে যেমন প্রতিদিন 2.5 GB ডেটা পাবেন ঠিক তেমনই 100টি SMS এবং আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন।

এবং অতিরিক্ত সুবিধা হিসেবে 1 বছরের জন্য JioHotstar এর সাবস্ক্রিপশন মিলবে। এছাড়াও, স্প্যাম কল এবং SMS অ্যালার্ট, Extreme অ্যাপ অ্যাক্সেস এবং বিনামূল্যে Hellotunes এর মতো সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

Vi-এর 3699 টাকার প্ল্যান

Vi সংস্থা সূত্রে জানা গিয়েছে, 3699 টাকার এই প্ল্যানের মেয়াদ থাকবে 365 দিন। আর এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটাসহ মিলবে 100 টি SMS এবং আনলিমিটেড কলিং পাবেন। সবমিলিয়ে মোট 730GB ডেটা পাবেন। কোম্পানি এই প্ল্যানে গ্রাহকদের আবার 90 দিনের জন্য 50GB অতিরিক্ত ডেটাও দেওয়া হবে। শুধু তাই নয় অতিরিক্ত সুবিধা হিসেবে 1 বছরের জন্য Amazon Prime লাইটের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।

Vi-এর 3799 টাকার প্ল্যানের সুবিধা

Vi এর এই প্ল্যানে অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রাহকদের 1 বছরের জন্য Amazon Prime (Lite) সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। দাম এবং বৈধতার দিকে তাকালে দেখা যাবে যে, এই প্ল্যানে মেয়াদ থাকবে 365 দিন। সংস্থা সূত্রে জানা গিয়েছে এই প্ল্যানে আপনি প্রতিদিন 2GB ডেটা এবং 100টি SMS এবং আনলিমিটেড কলিং করা যাবে।

অর্থাৎ এই প্ল্যানে আপনি মোট 730GB ডেটা পাবেন। এছাড়াও এই প্ল্যানে অতিরিক্ত সুবিধা হিসেবে 1 বছরের জন্য Amazon Prime লাইটের সাবস্ক্রিপশন দেওয়া হবে।

আরও পড়ুন: স্টেশনে প্রসব যন্ত্রণা! ছুরি, চুলের ক্লিপ দিয়েই যা করলেন চিকিৎসক, ধন্য ধন্য করছে সবাই

Vi-এর 4999 টাকার প্ল্যানের সুবিধা

Vi-এর এই 4999 টাকার এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা এবং প্রতিদিন 100 টি এসএমএস পাওয়া যাবে। অর্থাৎ, এই প্ল্যানে মোট 730 GB ডেটা পাওয়া যাবে। যার মেয়াদ 365 দিন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং সহ অতিরিক্ত সুবিধা হিসেবে মিলবে Amazon Prime লাইট সাবস্ক্রিপশন তাও আবার 1 বছরের জন্য।

এছাড়াও এর সাথে ViMTV সাবস্ক্রিপশনও পাওয়া যাবে, যার মাধ্যমে গ্রাহকরা মোবাইল এবং টিভিতে 16 টি OTT ব্যবহার করতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group