একই দামে Airtel-র থেকে 25 GB ডেটা বেশি দিচ্ছে Jio! মিলছে ভরপুর সুবিধা

Published on:

Jio’s Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: টেলিকম দুনিয়ায় Jio এবং এয়ারটেলের প্রতিযোগিতা এমনিতেই তুঙ্গে। একে অপরকে টেক্কা দিতে প্রতিদিন তারা নতুন নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। তবে এবার সেই দৌড়ে কিছুদূর এগিয়ে গেল জিও (Jio’s Plan)। হ্যাঁ, মাত্র 449 টাকায় তারা এমন একটি পোস্টপেইড প্ল্যান চালু করেছে, যেখানে এয়ারটেলের থেকে অতিরিক্ত 25 GB ডেটা মিলছে। এমনকি তিনটি অতিরিক্ত সুবিধাও থাকছে। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এয়ারটেলের 449 টাকার পোস্টপেইড প্ল্যান

এয়ারটেলের 449 টাকা এই প্ল্যানে মিলছে প্রতি মাসে 50 GB ডেটা, আনলিমিটেড কল এবং ফ্রি SMS-র সুবিধা। পাশাপাশি 100 GB ক্লাউড স্টোরেজ সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় এবং তিন মাসের জন্য Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যায়। এমনকি এর সাথে অন্যান্য সুবিধা হিসেবে Airtel Xstream Play, Hello Tunes, Apollo 24|7 Circle এবং রিয়েল টাইম স্প্যাম অ্যালার্ট পাওয়া যায়।

জিওর 449 টাকার পোস্টপেইড প্ল্যান

জিওর 449 টাকার প্ল্যানে গ্রাহকরা 75 GB ডেটা পাচ্ছে, যা এয়ারটেলের প্ল্যানের থেকে অতিরিক্ত 25 GB বেশি। এমনকি অতিরিক্ত তিনটি সিমে প্রতিটি সিমে 5 GB করে ফ্রি ডেটা মিলছে। শুধু তাই নয়, আনলিমিটেড কল এবং প্রতিদিন 100 টি করে SMS-র সুবিধা দেওয়া হবে। এমনকি Disney+ Hotstar Mobile সাবস্ক্রিপশন দেওয়া হবে এবং Jio TV সাবস্ক্রিপশন ও 50 GB Jio AI Cloud Storage পাওয়া যাবে। 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ দিনে মাত্র ১০০ টাকা জমিয়েই ২ লক্ষ টাকা রিটার্ন! সেরা স্কিম পোস্ট অফিসের

কোন প্ল্যানটি বেছে নেবেন?

যদি আপনি একা ব্যবহার করেন এবং গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ বা এয়ারটেলের কিছু বিনোদনমূলক পরিষেবা উপভোগ করতে চান, তাহলে এয়ারটেল হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।

তবে হ্যাঁ, যদি আপনি পরিবার বা একাধিক সদস্যের জন্য একই প্ল্যানের সুবিধা চান, সেক্ষেত্রে জিওর অতিরিক্ত তিনটি সিমে বেশি ডেটা এবং Jio TV-র মতো পরিষেবা লাভজনক হতে পারে। তাই তাদের জন্য জিওর এই প্ল্যানটি হতে পারে সেরা বিকল্প।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group